শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলা ও বাধার জন্য সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ বাম জোট সমন্বয়কের

রফিক আহমেদ : বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম বলেছেন, নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর বেশ কয়েকটি এলাকায় বাম জোটের প্রার্থীদের ওপর একাধিকবার হামলা করা হয়েছে। সভা সমাবেশ প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নামধারীরাই এসব কর্মকাণ্ডে সরাসরি জড়িত। শনিবার এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানান।

তিনি বলেন, প্রার্থীদের ওপরে হামলার ঘটনায় প্রশাসন ও রিটার্নিং অফিসারের নিষ্ক্রিয়তার কারণে প্রার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে কর্তৃপক্ষের স্বদিচ্ছা নিয়ে জনগণ সন্দিহান। তিনি প্রার্থীদের নিরাপত্তা ও সমান প্রচারণার সুযোগ নিশ্চিত করতে রিটার্নিং অফিসারের প্রতি আহ্বান জানান এবং যেসকল প্রশাসনিক কর্মকর্তারা দলীয় পক্ষপাত করছে তাদেরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান।

বাম জোটের সমন্বয়ক বলেন, প্রার্থীদের ওপর হামলা বিষয়ে স্থানীয় রিটার্নিং অফিসার, স্থানীয় থানা এবং ঢাকায় নির্বাচন কমিশনে প্রতিদিনের ঘটনা জানালেও তারা ব্যবস্থা নিচ্ছেন না। তিনি গত শুক্রবার টাঙ্গাইল-২ আসনে কাস্তে মার্কার প্রার্থী জাহিদ হোসেন খান, নেত্রকোণা-৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী জলি তালুকদার, সাতক্ষীরায় বাম জোটের নেতা আজিজুর রহমান ও চাঁদপুরে মই মার্কার প্রার্থী শাহজাহান তালুকদার, এর আগে পিরোজপুর-১ আসনে কাস্তে মার্কার প্রার্থী ডা. তপন বসু, বগুড়া-৬ আসনে কাস্তে মার্কার প্রার্থী আমিনুল ফরিদের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়