শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রং-তুলিতে নৌকার প্রচারণা

জিয়াউদ্দিন রাজু : একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচারণা নেমেছে রং-তুলির শিল্পীরা। ‘শিল্পীর রং-তুলিতে নৌকায় প্রচার’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন চিত্র শিল্পীরা।

শনিবার বিকেলে ঢাকা-১২ আসনের মুনিপুরি পাড়ার ১নং গেট মার্কেটে আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের জন্যে প্রচারণায় নামেন চিত্র শিল্পীরা। ব্যতিক্রমী এ প্রচারণায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও চিত্র শিল্পী আতিকুর রহমান দীপুর সমন্বয়ে এ আয়োজন করা হয়।
কর্মসুচিতে চিত্র শিল্পী ও শিক্ষার্থীদের দলটি সাধারণ লোকজনকে বিনামূল্যে ছবি এঁকে দিয়ে তাদের খুশি করে নৌকার পক্ষে ভোট চায়। তবে কেউ কেউ নৌকা-নদী, গ্রামীণ পরিবেশের ছবিও এঁকে দিচ্ছেন। ছবি নিয়ে অনেকে নৌকার পক্ষে ভোট দেয়ার অঙ্গিকারও বক্ত করেছেন।

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সহকারী প্রক্টর নাজির খান খোকন বলেন, আগামী নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। দেশ উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে গেছে। এই উন্নয়ন ও সমৃদ্ধি ধরে রাখতে আজকের আয়োজন থেকে দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তুগীন তুষার বলেন, নির্বাচন হচ্ছে একটি উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে অনেক সংঘাতের সৃষ্টি হয়। আমরা সংঘাতের পথে নয়, আমরা শিল্পের মাধ্যমে জনগনের কাছে নির্বাচনের বার্তা পৌছায়তে চাই। দায়িত্ববোধ থেকে সেচ্ছায় আমরা কাজ করছি।

অনুষ্ঠানের প্রধান সমন্বায় আতিকুর রহমান দিপু বলেন, প্রাধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সবচেয়ে বড় শিল্পী। তিনি পুরো দেশকে স্বপ্নের মত উন্নয়নের করে সাজাচ্ছেন। আমরা শিল্পীরা তার এই উন্নয়নকে সবার মাঝে পৌছাতে এই ব্যতিক্রমি আয়োজন করেছি। শিল্প - সাহিত্যের ধারক ও বাহক হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলেই শিল্পের চর্চা বাড়ে। মানুষ সাংস্কৃতিক মনা হয়ে বেড়ে ওঠে। তাই আমার শিল্পীরা নৌকার পক্ষে মাঠে কাজ করে যাচ্ছি।

ঢাকা-১২ আসনে প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, কামাল ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশের সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রশাসনের পাশাপাশি দেশের জনগণকেও এগিয়ে আসতে হবে। এ জন্যেই শিল্পীরা নিজ উদ্যোগ তার এলাকায় নৌকার পক্ষে প্রচারণা করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের শিক্ষর্থী রনি চন্দ্র মন্ডল বলেন, শিল্পীর প্রচারণা সাধারণ ভোটারা নৌকার পক্ষে আকর্ষন করার জন্যই আমারা এ ধরনের কাজ করছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিল্পী কিরীটী রঞ্জন বিশ্বাস, শিল্পী সুকান্ত কুমার ভৌমিক, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষক কায়কোবাদ রানা, ঢবির প্রভাষক কামাল উদ্দিন, শিল্পী রাজু আহমেদ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়