শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটিং বিপর্যয় হারের পথে বাংলাদেশ

আক্তারুজ্জামান : নো বল এবং নো বল না। এমন সিদ্ধান্ত নিয়ে উইন্ডিজ অধিনায়ক ও আম্পায়ার নাভিদ আহমেদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে আম্পায়ারের সিদ্ধান্তকে মেনে নিয়ে শুরু হয় খেলা। ম্যাচ রেফারি, থার্ড আম্পায়ার সব মিলিয়ে ব্র্যাথওয়েটের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। লিগ্যাল ডেলিভারিতে নো কল করায় শুরু হয় এই উত্তেজনা।

১৯১ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইতিমধ্যে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান। ক্রিজে আছেন মেহেদি মিরাজ ৭ ও আবু হায়দার রনি ৫ রানে।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৮ সালে বাংলাদেশের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনায়ক সাকিব আল হাসান। ফলে অঘোষিত ফাইনালে শুরুতে ব্যাটিংয়ে নামছে ক্যারিবীয়রা।

১-১ সমতায় থাকা শেষ ম্যাচটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৯১ রান। শুরুতে ব্যাটিং করে উড়ন্ত সূচনা করলেও ১৯০ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের শেষ ৪ উইকেট পড়েছে মাত্র ১২ রানে। ভয়ঙ্কর রুপ দেখাতে শুরু করেও লুইস, হোপ ও পুরান ছাড়া আর কারও ব্যাট হাসেনি।

সিরিজ নিষ্পত্তির ম্যাচে ক্রিজে নেমেই ঝড় তুলেছেন দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। লুইস মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন। এর আগে হোপকে ২৩ রানেই ফেরান সাকিব আল হাসান। এরপরে অবশ্য কিছু করার আগেই ২ রানে পলকে ফেরান মোস্তাফিজ।

আর সফরকারীদের ইনিংসকে সামনের দিকে এগিয়ে দিয়ে ৩৬ বলে ৮৯ রান করে মাহমুদউল্লাহর বলে বোল্ড হয়ে ফিরে যান। এর পরের বলেই হেটমেয়ার ফিরে যান লেগ বিফোরের ফাঁদে পড়ে। শেষ দিকে নিকোলাস পুরানের ২৪ বলে ২৯ রানের ইনিংসে ভর করে ১৮০ পার করে সফরকারীরা। টাইগারদের হয়ে সাকিব, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজ ৩টি করে উইকেট নেন।

সিরিজ নিষ্পত্তির ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ প্রথম দুই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে। ড্যারেন ব্রাভোর পরিবর্তে উইন্ডিজ দলে খেলবেন শার্ফেন রাদারফোর্ড। আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে রাদারফোর্ডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়