শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণ সবথেকে বড় বিচারক, তাদের কাছে যেতে দিন : শামসুজ্জামান দুদু

কামরুল হাসান : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন কমিশন, সরকার ও বিচারালয় একাকার হয়ে গেছে। এমপিরা পদত্যাগ না করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো অথচ আমাদের উপজেলা চেয়ারম্যানদের পদত্যাগপত্র গ্রহণ না করে জাতীয় নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণা করলো। এটা একটা ‘শয়তানি’ চাল। জনগণ সবথেকে বড় বিচারক, তাদের কাছে যেতে দিন তারাই বিচার করবে। গত শুক্রবার ‘নিউজ টোয়েন্টিফোর’ চ্যানেলের এক টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচারালয় এই নির্বাচনের আগে কোন নির্বাচনে এমন আচরণ করেছেন এমন নজির নেই। এবার বিচারালয় যে আচরণ করছে তা পুরোপুরি রাজনৈতিক আচরণ। আমরা যে আপিল নিয়ে আদালতে যাই সেটা আদালত গ্রহণতো করেই না বরং আরো বিতর্কের সৃষ্টি করে, আমরা কোনো বিচার পাই না। তিনি বলেন, কিছু দিন আগে সিপিডি বাইশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ করলো আদালত সরকার বা সিপিডিকে ডাকলো না, অথচ একজন অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জামিনের পরেও আটকে রাখলো। এর দ্বারাই প্রমাণ করে এখানে ন্যায় বিচার নেই।

তিনি আরো বলেন, এখনো নির্বাচনের ৭ দিন সময় আছে, এই সময়ের মধ্যেও একটি ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব। নির্বাচন কমিশন একটু চাইলেই হয়। সরকার, পুলিশ ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারলেই কমিশন একটি দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়