শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ১১:১৯ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকার পয়েন্ট টেবিলে শীর্ষ সেনেগাল

স্পোর্টস ডেস্ক : ২০১৮ বিশ্বকাপের সব থেকে কম বয়সী কোচ ছিলেন সেনেগালের অ্যালিও সিসে। বছর শেষে এই সিসের শিষ্যরাই শীর্ষে। আফ্রিকান ফুটবল দলের র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছে সেনেগাল। আর শীর্ষে থেকে বছর শেষ করছে বেলজিয়াম।

৪২ বছর বয়সী ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার কোচ সিসেকে দেখে বুঝার উপায় ছিল না, তিনি একটি জাতীয় দলকে নিয়ে বিশ্বকাপে গিয়েছিলেন। নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট পোল্যান্ডকে হারিয়ে দেয় সিসের ছাত্ররা। সেই ম্যাচে সিসেকে ডাগআউটে দেখা গেছে যেন, মহল্লার বড় ভাই তার ছোটো ভাইদের খেলার মাঠে নামিয়ে দিয়ে নির্দেশনা দিচ্ছেন। ক্যামেরার চোখে বিশ্বের অগনিত ফুটবল ভক্ত এবার দেখছেন ডাগআউটে থেকে সিসের দুরন্তপনা, স্টাইলিশ দিক-নির্দেশনা।

ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে সেনেগাল আছে ২৩ নম্বরে। তবে, আফ্রিকার দলগুলোর মধ্যে রয়েছে সবার শীর্ষে। ১৫০৫ র‌্যাংকিং পয়েন্ট ধরে রেখেছে সিসের ছাত্ররা। অ্যালিও সিসের কোচিংয়ে সেনেগাল সবশেষ ম্যাচটি ড্র করেছে। আফ্রিকান ন্যাশন্স লিগের বাছাইপর্বে মাদাগাস্কারের বিপক্ষে সিসের শিষ্যরা ম্যাচটি ২-২ গোলে ড্র করে।

সেনেগাল প্রথম বিশ্বকাপ খেলেছে ২০০২ সালে। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বমঞ্চে অংশ নিয়ে উদ্বোধনী ম্যাচেই তখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দেয় সেনেগাল। শুধু তাই নয়, সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্তও পৌঁছে গিয়েছিল আফ্রিকান এই দেশটি। এরপর আর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে পারেনি সেনেগাল।

সেই আলোচিত বিশ্বকাপে সেনেগালের হয়ে খেলেছিলেন বিশ্বকে চমকে দেওয়া ফুটবলার আল হাজি দিওফ, মুসা এনদায়ি, পাপা বুওবা দিওপ, দেশটির সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতা হেনরি কামারা, টনি সিলভারা। সেই গোল্ডেন টিমের অধিনায়ক ছিলেন সিসে।

সিসের হাত ধরে আরেকবার ক্রান্তিকাল পার করে রাশিয়া বিশ্বকাপে খেলতে নেমেছিল সেনেগাল। পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শুরু করেছিল বিশ্বকাপ। নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানকে ২-২ গোলে রুখে দিয়েছিল আফ্রিকান জায়ান্টরা। তবে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল বিশ্বমঞ্চ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়