শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:৫০ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় বলেন, শুক্রবার রাতে কৃষ্ণ ঘোষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজার রহমান লিটনসহ ৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়।

মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় বলেন, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে এজাহার নামীয় আসামিরা বেশ কিছুদিন ধরে এলাকার হিন্দু সম্প্রদায়কে আতঙ্কগ্রস্থ করার জন্য বিভিন্ন ধরনের তান্ডব চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে ওই ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণ ঘোষের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় আসামিরা। এতে ৮টি ঘর, ধান, হাঁস-মুরগী, ছাগল সহ ঘরে থাকা মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায়।

ক্ষতিগ্রস্ত কৃষ্ণ ঘোষ বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে কাঙ্খিত ভোট প্রদানে বাঁধা-বিঘ্ন সৃষ্টি করার জন্যই এ ঘটনা ঘটিয়েছে আসামিরা। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়