শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:০৫ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন সুষ্ঠু না হলে বিরোধী দল নির্মূল হয়ে যেতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

তরিকুল ইসলাম : একাদশ নির্বাচনে ২০১৪ সালের পুনরাবৃত্তি ঘটলে আরো মারাত্মক আকার ধারণ করতে পারে এবং আক্ষরিক অর্থেই বিরোধী দল নির্মূল হয়ে যেতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে গত পাঁচ বছর আমরা একদলীয় সরকার দেখেছি। ১৪ সালের নির্বাচনের পর আমরা আশা করেছিলাম শিগগিরই আরেকটি নির্বাচন হবে, কিন্তু হয়নি।

বাংলাদেশে এবার সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশকে আরেকটি সহিংসতার দিকে ঠেলে দিতে পারে। এতে বিরোধী দল বিলুপ্ত হয়ে যেতে পারে। সামনে হয়তো এক দলীয় রাষ্ট্রে পরিণত হবে। পাঁচ বছর আগে সরকার যেমন বিরোধী দলের প্রতি দমনাভিযান শুরু করেছিল সেটা রকেট গতিতে বাড়বে। অন্যান্য দেশের মতো বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় থাকুক।

ওয়াশিংটনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা উইলসন সেন্টারের সিনিয়র স্কলার উইলিয়াম মাইলাম বাংলাদেশী সাংবাদিক মশফিকুল ফজলের সাথে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু বলে মনে হচ্ছে না। মার্কিন কংগ্রেস বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সর্বসম্মত প্রস্তাব পাস করেছে। আমি আশা করি এটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সহায়তা করবে। ক্ষমতাসীন দল ইসলামী জোট পছন্দ না করলেও ক্ষমতায় যাওয়ার জন্য এবার তারা হেফাজতের সাথে সম্পর্ক গড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়