শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৫ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমবাপেকেই ‘নতুন পেলে’ মানছেন স্বয়ং পেলে

স্পোর্টস ডেস্ক : ‘নতুন পেলে’ খেতাব অনেক তরুণ ফুটবলারই শুরুতে নাক ডাক কিনেছেন। কিন্তু কেউই পেলের কাছ থেকে ‘নতুন পেলে’ খেতাব পাননি। তবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তরুণ কিলিয়ান এমবাপেকে নতুন পেলে বলে মেনে নিয়েছেন স্বয়ং পেলেই নিজেই। গত ২০ ডিসেম্বর ছিল এমবাপের ২০তম জন্মদিন। শুভেচ্ছা আর উপহারে ভরে গিয়েছে এমবাপ্পের ঘর। কিন্তু সবচেয়ে বড় উপহারটা এদিন পেলের কাছ থেকে পেয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি তরুণ।

বড় বড় উপহারের ভীড়ে কিংবদন্তী পেলের উপহারটা বস্তুগত কিছু ছিল না। ছোট্ট, সহজ একটা কথা বলেছেন শুধু। তবে যা বলেছেন, এমবাপ্পের মন ভরিয়ে দিতে সেটিই যথেষ্ট। পেলে যে নিজের উত্তরসূরি, অর্থাৎ ‘নতুন পেলে’ হিসেবে নিজ হাতেই বেছে নিয়েছেন এমবাপ্পেকে! ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাসে সাক্ষাৎকারে পেলে বলেন, ‘আমার মনে হয় ও নতুন পেলে হতে পারে’।

রাশিয়া বিশ্বকাপে পেলের কিছু কীর্তিও ছুঁয়েছেন এমবাপ্পে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোয় দুই গোল করে হয়েছেন পেলের পর নকআউট পর্বে এক ম্যাচে দুই গোল করা টিনএজ (১৩ থেকে ১৯ বছর) খেলোয়াড়। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে তার গোলও ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পেলের পর একটি ফাইনালে কোনো টিনএজ খেলোয়াড়ের প্রথম। পেলে তখন মজা করে টুইট করেছিলেন, ‘কিলিয়ান যদি এভাবে আমার একের পর এক রেকর্ড ছুঁয়ে ফেলতে শুরু করে, তাহলে আমাকে হয়তো আবার বুটজোড়া ধুলো ঝেড়ে নামতে হবে!’

ক্যানাল প্লাসে এমবাপ্পেকে নতুন করে প্রশংসা করার মধ্যে বিশ্বকাপ সাফল্যই টেনে এনেছেন পেলে, ‘গত বছরই এমবাপ্পের অনেক প্রশংসা করেছি আমি। ও ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতেছে। প্রথমবার জেতার সময় আমার বয়স ছিল ১৭।’ তারপরই এমবাপ্পেকে ‘নতুন পেলে’ হিসেবে বেছে নেওয়া এবং সেটি মোটেও মজা করে বলেননি, ‘ওকে আমি বলেছি, কীর্তিতে আমাকে ছুঁতে পারে। আমার মনে হয়, ও নতুন পেলে হতে পারে। অনেকেই ভাবে, আমি সেটা মজা করে বলছি। কিন্তু না, আমি মজা করছি না।’

ফরাসি ক্লাব পিএসজিতে এমবাপের সঙ্গে পেলের স্বদেশি নেইমারও আছেন। ফরাসি একটা টিভিতে কথা বলার সময় স্বাভাবিকভাবেই পেলের কথায় ওঠে পিএসজি প্রসঙ্গও। ব্রাজিল ও ফ্রান্সের দুই প্রাণভোমরাকে বিশ্বের সবচেয়ে দামি দুই খেলোয়াড় বানিয়ে কাতারি অর্থ ধন্য পিএসজির নিয়ে আসার লক্ষ্য তো একটাই-চ্যাম্পিয়নস লিগ জয়। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলোতেই বাদ পড়ে পিএসজি। এবার কোচ বদলে টমাস টুখেলকে নিয়ে এসেছে, গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে এবার প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়