শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৮ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচনের কোনও গ্যারান্টি নেই’

সাব্বির আহমেদ : গাজীপুর-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকী বলেছেন, নির্বাচনের কোনো গ্যারান্টি না থাকায় আমরা প্রচারণায় নেই৷ আমরা মাঠে নামতে পারছি না৷ এখানে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নাই। যা আছে সব অত্যাচার, নির্যাতন, হামলা আর মামলা।

শনিবার দুপুরে মতিঝিলে বলিয়াদী ম্যানশনে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের আক্রমণে আমরা মাঠে যেতে পারছি না। আজকে ২২ ডিসেম্বর, নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। এর মধ্যেও আমরা প্রচারণায় নামতে পারছি না।

তানবীর সিদ্দিকী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের প্রচারণা চালানো সম্ভব না। আমরা মাঠে নামলেই মারপিট করবে। পুলিশ লাঠিসোটা দিয়ে মারে। আবার মামলা দেয় আমাদের বিরুদ্ধেই। আপনাদের সহযোগিতা না পেলে নির্বাচনে অংশ নিতে পারছি না। গাজীপুর-১ আসন থেকে কখনো কিছু করতে পারবো বলে মনে হয় না।

এসময় তিনি সেনাবাহিনী মোতায়েন করলে কিছু করা সম্ভব বলে মন্তব্য করে বলেন, আর্মি যদি নামে তাহলে কিছু করতে পারি৷ তারা নামলে নির্বাচনের ৫-৬ দিন কিছু করতে পারবো আশা করি।

এসময় তিনি দাবি করেন, ভোটারেরা ভোট দিতে ইচ্ছুক। ধানের শীষের জন্য তারা প্রস্তুত। কথা হলো তারা ভোট দিতে পারবে কিনা। মাঠ আমাদের পক্ষে। ভোটের দিন মাঠে শেষ পর্যন্ত থাকবো।

এসময় আওয়ামী লীগের লোকজন নিজেদের অফিস ভাঙচুর করে বিএনপির বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- তানবীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা খন্দকার আব্দুস সালাম, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি ইব্রাহিম, বিএনপি নেতা আশরাফ সিদ্দিকী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়