শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৪ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক ঘটনা না ঘটার প্রতিশ্রুতি চায় রামুর বৌদ্ধ সম্প্রদায়ের জনগণ

মঈন মোশাররফ : রামুর বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ৬ বছর পার হয়েছে। কক্সবাজর-৩ আসনে রামু উপজেলা। আসনটিতে মোট ৪ লখ্য ভোটার। কক্সবাজার শহর ও রামু মিলে বৌদ্ধ সম্প্রদায়ের ২০ হাজার ভোটের এর মধ্যে ১৫ হাজার রামুতে। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মোট ২৩ শতাংশ ভোটকে গুরুত্ব দিতে হবে রাজনৈতিক দলগুলোর। এখানে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের ভিতরে ক্ষত হয়ে আছে বৌদ্ধ মন্দ্রিরে হামলার ঘটনা। এখানকার মানুষ প্রতিশ্রুতি চান এমন সাম্প্রদায়িক ঘটনা যাতে আর না ঘটে।

কলেজ ছাত্রী খিং খিং রাখায়েন হিমু এবার প্রথম ভোট দিবেন। ৬ বছর আগে তিনি স্কুলে পরতেন তখন তিনি বৌদ্ধ মন্দিরের হামলা দেখেছে। হামলর সময় পরিবারের সাথে জঙ্গলে পালিয়ে ছিলো। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দেখে ভোট দিবো। আমাদের দাবি আমরা যাতে সুরক্ষিত থাকি। আমরা বৌদ্ধ সম্প্রদায় ও সনাতন সম্প্রদায়ের লোকজন যেন ভালো থাকি। আমাদের মন্দিরগুলো যাতে ভালো থাকে।
কক্সবাজার বৌদ্ধসম্প্রদায় সংরক্ষণ পরিষদের নেতা প্রজ্ঞানন্দন ভিক্ষু বলেন, ঐ হামলায় দলমত নির্বেশেষে সকল দলের মানুষ অংশ গ্রহণ করেছে। এ হামলাটি নিদৃষ্ট কোনো দলীয় মনোভাব থেকে হয়েছে আমরা মনে করি না। সবথেকে কষ্টের বিষয় ছিলো স্থানীয়দের জড়িত থাকার বিষয়টি। আমাদেরকে যে সুরক্ষা দিতে পারবে আমরা তাকে ভোট দিবো।

রামু কেন্দ্রিয় সীমা মহাবিহারের প্রধান সত্য প্রীয় মহাথের বলেছেন, আমরা এই দেশে ছিলাম এই দেশেই থাকবো। আমরা এই দেশের নাগরিক। আমরা সুষ্ঠু নির্বাচন চাই । আমরা চাই শান্তিতে বসবাস করতে। রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক বলেন, প্রার্থীদের উচিত হবে বৌদ্ধদের নিরাত্তা বিষয়ে ওয়াদা দেওয়া। বরাবরই সংখ্যালঘুদের ভোটকে নিজেদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রার্থী সাইমন সারোয়ার বলেন, মানুষ সম্প্রীতির যায়গায় এসে পৌঁছেছে। রামুর মানুষ সম্প্রীতির পক্ষে ভোট দিবে।

বিএনপি প্রার্থী লতিফুর রহমান বলেন, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়ে রামুর বৌদ্ধ সম্প্রদায়ের জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো। কিন্তু রামুর বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সাম্প্রদায়িক ঘটনা না ঘটার প্রতিশ্রæতি চায় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়