শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ ডিসেম্বর ঝুঁকি নেবে জনগণ: বিশিষ্ট নাগরিকরা

সাব্বির আহমেদ : দলীয় সরকারের অধীনে দেশে কখনো নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে দেশের বিশিষ্ট নাগরিকরা নির্বাচন ঘিরে সরকারকে ৫ দফা দাবি জানিয়েছেন। তারা বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে সরকারের উচিত জনগণকে আশ্বস্ত করা। কিন্তু নির্বাচনে ৭দিন আগেও সরকার এ কাজটি করতে ব্যর্থ। নিজেদের সাফল্যে বিশ্বাস করলে সরকার ভোটের পরিবেশ নিশ্চিত করবে। ৩০ ডিসেম্বর জনগণ ঠিকই ঝুঁকি নেবে। কেন না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হবে।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নির্বাচনে জনগণের ঢল নামুক, ভোটকেন্দ্র হোক ভোটারের শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। 'নাগরিকদের পক্ষে আমরা' ওই ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ভোট সুষ্ঠু হওয়া নিয়ে জনমনে রয়েছে প্রবল সংশয়। ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ। নির্বাচন সরকারের সাজানো ছকে হওয়ায় শঙ্কা ভর করছে। নির্বাচনী প্রচারে বিরোধী প্রার্থীদের ওপর নানাভাবে দমন-পীড়ন চলছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছেই। এমন পরিস্থিতিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ফাঁকাবুলিতে পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে নাগরিকদের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনকে ৫ দফা দাবি জানানো হয়। যেখানে ধরপাকড় এখনই বন্ধ করে হয়রানি মামলায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানানো হয়। দেশি-বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে যথাযথ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে।

এসময় খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম বলেন, প্রতিবাদ করা নাগরিকদের অধিকার। ভয়ের পরিস্থিতিতে জনগণকে সাহস যুগাতে আমাদের প্রতিজ্ঞা 'আমার ভোট আমিই দেবো, রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে বাংলাদেশকে তুলে দেবো না'। জনগণকে ভোটে যেতে হবে, সোচ্চার হিতে হবে। নইলে মাঠ খালি হয়ে যাবে। সরকার ভয় না পেলে গণমাধ্যমের ওপর এতো নিষেধাজ্ঞা আরোপ করতো না, উচিত এগুলো উঠিয়ে নেয়া।

গণতান্ত্রিক ব্যবস্থার ছদ্মবেশে দেশে রাজতন্ত্র হতে যাচ্ছে মন্তব্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে বিরোধী প্রার্থীরা অনলাইন ও অফলাইনে নিরাপত্তাহীনতায় রয়েছেন। 'সুষ্ঠু নির্বাচন সম্ভব'- বাকি দিনগুলোতে সরকারকে তা প্রমাণ করতে হবে। নাগরিকদেরও অধিকার প্রয়োগে জাগ্রত হতে হবে। কেন না, জনগণের হাতে ক্ষমতা না থাকলে দেশের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। জনগণকে সক্রিয় অবস্থানই পারে গণতন্ত্রের ধস ঠেকাতে। প্রত্যেককে নির্ভয়ে ভোট দিতে হবে।

সরকারি দলের নির্বাচনী প্রচার নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, সরকার দল সরকারি গাড়ি ব্যবহার করে ভোট চাচ্ছেন, যা আচরণবিধির লঙ্ঘন। আর বিরোধীরা নিজের সুরক্ষা চেয়েও পুলিশ তা দিচ্ছে না। এসব দেখে নির্বাচন কমিশন মুখ বন্ধ করে আছে। তাদের মুখ বন্ধ তবে চোখ কান তো খোলা!

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, অধ্যাপক আহমেদ কামাল প্রমুখ। দেশের বিশিষ্ট ২৯ জন নাগরিকদের পক্ষ থেকে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়