মো.ইউসুফ আলী বাচ্চু: মহাজোটে থেকে পাওয়া ২৬ আসনসহ ১৭২ আসনে লড়ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। এছাড়া একক ভাবে লড়ছেন ১৪৬ আসনে, এর মধ্যে প্রায় ২০-২৫টি আসনে তাদের প্রার্থীরা তুমুল প্রতিদ্বন্দ্বিতায় করবেন। এসব আসনে জয় পাওয়ার আশা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।
একাদশ জাতীয় নির্বাচনের বাকী আর ৮ দিন। প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এর মধ্যে মহাজোটে থাকা জতীয় পার্টি একক ভাবে লড়ছে ১৪৬ আসনে। কিছু আসনে বিএনপির প্রার্থী না থাকায় ভোটাররা বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে বিবেচনা করছেন। তাই এমন ২০-২৫টি আসনে প্রার্থীদের সহযোগীতা করলে জয়ী হওয়া সম্ভব বলে মনে করছে দলটি।
জাতীয় পার্টি মনে করেন, দেশে ভোটারদের একটি বড় অংশ সরকারবিরোধী। তারা সব সময় শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছেন যেমন ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮ সালের নির্বাচন। এছাড়া আওয়ামী লীগ, বিএনপির প্রতিহিংসার রাজনীতি পছন্দ ন করা ভোটারা লাঙ্গলের বেছে নেবে। এতে করে জয়ের আশা জেগেছে নেতা-কর্মীদের।
জাপার সম্ভাবনাময় আসনগুলো মধ্যে রয়েছে- ঠাকুরগাঁও-৩ দিনাজপুর-৪ , দিনাজপুর-৬ রংপুর-৫, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-৩, নওগাঁ-৩, নাটোর-৪, সিরাজগঞ্জ-৫, কুষ্টিয়া-১, যশোর-৫, খুলনা-১, সাতক্ষীরা-১, বরিশাল-৩, জামালপুর-২, মানিকগঞ্জ-৩, ঢাকা-৫, নরসিংদী-৪, সিলেট-৩, কুমিল্লা-৭, নোয়াখালী-২, কক্সবাজার-৪, নরসিংদী-৪,
জাতীয় পার্টির নির্বাচন মনিটরিং সেলের প্রধান অধ্যাপক দেলোয়ার হোসেন খান বলেন, ‘মানুষ বড় দু’দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অনেক আসনে আমাদের প্রার্থীর পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ এরশাদের সেই স্বর্ণযুগে ফিরে যেতে চায়।