শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী-২ : ভোটকেন্দ্রের দায়িত্বে যুবলীগ নেতা

অনলাইন ডেস্ক : পটুয়াখালী-২ (বাউফল) আসনে মহাজোট তথা আওয়ামী লীগের প্রার্থী আ স ম ফিরোজের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচার মিছিল বের হয় বাউফল পৌর শহরে। ওই সময় তাঁর গাড়ির ডান পাশে নৌকার স্লোগান তোলেন জহিরুল ইসলাম খান। তিনি ওই উপজেলার কেশবপুর ইউনিয়ন যুবলীগের বর্তমান সহসভাপতি। চাকরি করেন প্রভাষক পদে বাউফল সরকারি কলেজে। কিন্তু নিয়মিতই তাঁকে দেখা যায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায়। সোশ্যাল মিডিয়া ফেসবুকেও তিনি এই প্রার্থীর পক্ষে সার্বক্ষণিক তৎপর। তাঁর নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর জন্য গত বুধবার প্রিসাইডিং অফিসারের প্রশিক্ষণ নিয়েছেন তিনি বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ের একটি কক্ষে। খবর কালের কন্ঠের।

তাঁর মতো ভোট গ্রহণ করতে ওই দিন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং অফিসার হিসেবে আরো যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের অনেকেই স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পদ বহন করছেন। অনেকে দলের কর্মী হিসেবে প্রচারণায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চাইছেন। অথচ নির্বাচন কমিশনের পরিপত্রে স্পষ্ট করে বলা আছে, ‘যে সকল কর্মকর্তা অথবা শিক্ষক/শিক্ষিকা বিতর্কিত অথবা যাঁদের সম্পর্কে সংশয়/মতবিরোধ রয়েছে, সেই সকল কর্মকর্তা অথবা শিক্ষক/শিক্ষিকাকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা যাবে না। কোনো রাজনৈতিক দলের সদস্যকে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা যাবে না।’
জহিরুল ইসলাম ছাড়াও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে দলীয় নেতাকর্মী হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন বাউফল সরকারি কলেজের প্রভাষক লুত্ফর রহমান। তিনি বাউফল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের প্রভাষক কবিরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক। মো. নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুজ্জামান বাউফল পৌর আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক। নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের প্রভাষক মিজানুর রহমান দাশপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির চিফ আ স ম ফিরোজ মনোনীত রাজনৈতিক প্রতিনিধি। নুরাইনপুর কলেজের প্রভাষক কামরুল হাসান সূর্যমনি ইউনিয়ন যুবলীগ সদস্য। নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এ ছাড়া অভিযোগ উঠেছে, বাউফল সরকারি কলেজের প্রভাষক পদে কর্মরত যাঁরা নিয়মিত নৌকার পক্ষে ভোট প্রচারণায় অংশ নেন তাঁদেরও কয়েকজন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে প্রশিক্ষণ নিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, নজমুল কবির, স্বপন কুমার সমদ্দার, বাদল কুমার দাস ও রফিকুল ইসলাম। পটুয়াখালী-২ (বাউফল) আসনে মোটকেন্দ্র ১০৮টি। এর জন্য গত বুধবার প্রিসাইডিং পদে ১১৪, সহকারী প্রিসাইডিং পদে ৫৩১ এবং পোলিং অফিসারের দায়িত্ব পালনের জন্য ১০৬২ জন প্রশিক্ষণ নেন।

বাউফল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সরকারি বে-সরকারি চাকরিজীবীদের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার পদে নিয়োগের জন্য সরকারি-বেসরকারি কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের শর্ত ও বেতন স্কেল অনুযায়ী তালিকা পেয়ে ওই তিন পদে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এঁদের মধ্যে কেউ কোনো দলের সমর্থক হতে পারে। কিন্তু কোনো দলের পদে আছেন এমনটি মনে করি না। যদি কারো বিরুদ্ধে পদে থাকার অভিযোগ পাওয়া যায়, তবে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়