শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৭ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে জাতীয় পার্টির সমাবেশে হামলা, ‘গুলিবিদ্ধ ২৫’

বাংলা ট্রিবিউন :  চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মিসমাবেশে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাম্বল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় জাতীয় পার্টির সূত্রগুলোর দাবি, এ ঘটনায় তাদের ২৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

গোলাগুলির এসময় সমাবেশে আটকা পড়েন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন।

মাহমুদুল ইসলাম বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী চাম্বল বাজারে আমাদের সমাবেশ চলছিল। এসময় একই আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের অনুসারীরা সমাবেশ লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের এতে আমাদের ২৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি।’

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন মন্তব্য করতে রাজি হননি। একাধিক বার তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করে ‘ব্যস্ত আছেন’ বলে কেটে দেন।

আহতদের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার  বলেন, ‘বাঁশখালীর গোলাগুলির ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৮টার পর তাদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে ১৪ জন গুলিবিদ্ধ, অন্যজন ছুরিকাঘাতে আহত ছিলেন। সবাই আশঙ্কামুক্ত।’

আহতদের মধ্যে কয়েকজনের নামও জানান তিনি। তারা হলেন– কপিল উদ্দীন, নুনু মিয়া, বৈলছড়ি হাসান, রশিদ, আজিজ আহমদ, আমিন শরিফ, রাসেল মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়