শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩২ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৮ সালে আইওটি ব্যবসায় প্রথমস্থানে রয়েছে হুওয়েই: মার্কিট প্রতিবেদন

নূর মাজিদ : আন্তর্জাতিক বাণিজ্য তথ্য-পরিবেশক সংস্থা আইএইচএস মার্কিট জানিয়েছে, চলতি বছরে ইন্টারনেট অব থিংস বা আইওটি ব্যবসায় চীনা কো¤পানি হুওয়েই শীর্ষস্থানে উঠে এসেছে। মার্কিট প্রকাশিত আইওটি প্লাটফর্মস ভেন্ডর স্কোরকার্ড র‌্যাঙ্কিংয়ে এসব তথ্য প্রকাশ করা হয়। ২০১৮ সালের র‌্যাংকিংয়ে হুওয়ের পরেই রয়েছে আলীবাবা, অ্যামাজন ওয়েব সার্ভিস, জেনারেল ইলেক্ট্রিক, আইবিএম এবং স্যাপ। অর্থাৎ র‌্যাঙ্কিংয়ে মার্কিন প্রযুক্তি কো¤পানিগুলোর চাইতেও এগিয়ে রয়েছে চীনা কো¤পানিদুটি। মার্কিট নিউজ

হুওয়েইয়ের সফলতা স¤পর্কে আইএইচএস মার্কিটের শীর্ষ নীতি নির্ধারক ও বিশ্লেষক স্যাম লুকেরো বলেন, ‘চলতি বছরে আইওটি সেবা প্রদানকারী শীর্ষ কো¤পানি হিসেবে হুওয়েই নিজেদের অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে, হুওয়েইয়ের সেবার ব্যাপ্তি, এর পণ্যের বিক্রয় সম্প্রসারণ এবং আইওটি প্রযুক্তির উন্নয়নে কো¤পানিটির কৌশলগত অঙ্গীকার তাদের এই অবস্থানে আনতে সাহায্য করেছে।

বর্তমানে তারা আইওটি ব্যবসায়ের বাজারের নেতৃত্ব দিচ্ছে।’ মার্কিট র‌্যাংকিংয়ে থাকা অপর দুই কো¤পানি সিসকো সিস্টেমস এবং মাইক্রোসফটও চলতি বছর ভালো ব্যবসা করেছে বলে জানান তিনি। লুকেরো বলেন, মাইক্রোসফট চলতি বছর আইওটি ব্যবসায়ের বিপুল বিনিয়োগ থেকে লাভবান হয়েছে। অন্যদিকে সিসকো সিস্টেমস আইওটি ব্যবসায়ের নানাক্ষেত্রে নিজেদের স¤পৃক্ততা বৃদ্ধি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়