শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০২:৪১ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসনে থাকা বিষাক্ত রাসায়নিক পদার্থ পরীক্ষা করবে বিএসটিআই

লিহান লিমা: জনসন এন্ড জনসনের বেবি পাউডারে সম্প্রতি বিষাক্ত অ্যাসবেসটস থাকার খবর পরীক্ষা করার কথা জানিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রক রাষ্ট্রীয় সংস্থা বিএসটিআই। জনসনের ওপর দীর্ঘদিন ধরেই পণ্যে অ্যাসবেসটস ব্যবহার করার অভিযোগ রয়েছে। রয়টার্স।

এই সিলিকেট খনিজ ফুসফুসে ক্যান্সার, মেসোখেলিয়ামা এবং এসবেসটোসিস এর মতো গুরুত্বও অসুস্থতার সৃষ্টি করতে পারে। ইউরোপিয় ইউনিয়নসহ অনেক দেশেই কোন প্রকার পণ্যে অ্যাসবেসটসের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার বিএসটিআই জনসনের পণ্য পরীক্ষার ঘোষণা দেয়। বিএসটিআইএর নির্বাহী এস.এম. ঈশাকী বলেন, আমরা এই ইস্যুটি অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং কয়েক দিনের মধ্যেই আমরা এর নমুনা পরীক্ষা করব। তবে বাজারে জনসনের পণ্য বন্ধের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।

এর আগে রয়টার্সের এক তদন্তে উঠে আসে, ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত জনসনের উৎপাদনকৃত পণ্যে অ্যাসবেসটস ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে। এটি জেনেও কোম্পানিটি সত্য গোপন রেখে বাজারে বিক্রয় চালিয়ে যায়। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকাসহ বিভিন্ন দেশে মায়েরা জনসনের ওপর নির্ভর করেন। মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ রয়টার্সের প্রতিবেদনের সূত্র ধরে জনসনের পণ্য পরীক্ষার কথা জানায়।

এর আগে জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পাউডার ব্যবহার করে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনায় এক মামলার রায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত গত জুলাই মাসে ২২ জন নারীকে ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত ওই নারীরা মামলায় অভিযোগ করেন, কয়েক দশক ধরে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ও অন্যান্য পণ্য ব্যবহার করায় তারা এ রোগে আক্রান্ত হয়েছেন। অভিযোগকারী ২২ নারীর মধ্যে ছয় জন ক্যান্সারে ভুগেই মারা যান। জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এ ধরনের আরও অন্তত নয় হাজার মামলা রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে।

এদিকে পণ্যে অ্যাসবেসটসের ব্যবহারকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছে জনসন এন্ড জনসন। বৃহস্পতিবার তারা জানায়, পণ্যকে অ্যাসবেসটসমুক্ত রাখতে নিয়মিত ল্যাব পরীক্ষা চালায় জনসন। এই বিষয়ে ভারত এবং বাংলাদেশে জনসনের মুখপাত্রের কোন মতামত পাওয়া যায় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়