শিরোনাম

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০২:৩২ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা

আহমেদ জাফর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিদ্রোহীর সংখ্যা ছিল প্রায় শতাধিক। যদিও ক্ষমতাসীন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে এরমধ্যে কিছু বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও এখন পর্যন্ত মাঠে রয়েছে দলটির দেড়ডজন বিদ্রোহী।

তথ্যমতে, আওয়ামী লীগের ঘোষণা অনুযায়ী গত সোমবার বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্তা নেয়ার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি দলটি। এখন পর্যন্ত দলীয় প্রার্থীর পাশাপাশি মাঠে পাল্লা দিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে অন্তত ১৮ জন বিদ্রোহী প্রার্থী। এমনকি আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহীদের সমর্থক মধ্যে সংঘর্ষের মত ঘটনাও ঘটছে।

আওয়ামী লীগের দলের সিদ্ধান্ত অনুযায়ী দলের মধ্যে কোনো বিদ্রোহী থাকলে তাকে চিরস্থায়ীভাবে বহিস্কার করা হবে। বিদ্রোহীদের দমিয়ে রাখার জন্য দলের হেভিওয়োট নেতাদের নিয়ে বিশেষ একটি টিম গঠন করা হয়। বিশেষ টিমের দায়িত্বশীলরা একাধিক বার বিদ্রোহীদের ফোন করলেও টিমের কথা তারা আমলে নেননি। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বার বার বলে আসছেন, বিদ্রোহী হলেই সঙ্গে সঙ্গে দলে থেকে তাদের চিরস্থায়ীভাবে বহিস্কার করা হবে। তবে কোনো কথাই তোয়াক্কা করেছেন না সেই দেড়ডজন বিদ্রোহীরা।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগের তেমন কোনো বিদ্রোহী নেই। দু’চার জন আছে তারাও সরে যাবেন।

এ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, যে আসনে বিদ্রোহী আছে, তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়নি। তবে খুব শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্টসূত্র মতে, এখনো যারা বিদ্রোহী আছেন, মাদারীপুর-২ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লা, মানিকগঞ্জ-১ এ বি এম আনোয়ারুল হক, নরসিংদী-৩ সিরাজুল ইসলাম মোল্লা, মুন্সীগঞ্জ-৩ মেয়র ফয়সাল বিপ্লবের স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন, যশোর-৫ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কায়সার হাসান বারী, কুমিল্লা-৩ উপজেলা যুবলীগের নেতা আব্দুল্লাহ নজরুল, ফরিদপুর-৪ নিক্সন চৌধুরী, গাইবান্ধা-৩ আবু জাফর মো. জাহিদ, ময়মনসিংহ-৯ এমপি আব্দুস সালাম। এছাড়াও ১৪ দল ও মহাজোটের মনোনীত প্রার্থী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিদ্রোহী প্রার্থী এ টি এম পিয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, পিরোজপুর-৩ আশরাফুর রহমান। নারায়ণগঞ্জ-৩ সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, রংপুর-১ বিদ্রোহী আসাদুজ্জামান, গাইবান্ধা-১ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী ও সদস্য এমদাদুল হক, লক্ষ্মীপুর-২ কুয়েত আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম, লক্ষ্মীপুর-২ (রায়পুর) শহীদ ইসলাম পাপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়