শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না : রেজাউল করীম

রফিক আহমেদ : ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এ জন্য আমাদেরকে রাজপথে সংগ্রাম করতে হবে। আমরা দেশ গড়ার লক্ষ্যে নির্বাচনে দেশবাসীর সহযোগিতা চাই।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্সে একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা উপলক্ষে আইএবি’র সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইএবি’র আমীর লিখিত বক্তব্যে বলেন, যারা দেশের জনগণের সম্পদ আত্মসাৎ করে এবং বিদেশে পাচার করে তারা দেশ, জাতি ও মানবতার শত্রু । মূলত তারা মানবতাবিরোধী অপরাধ এবং রাষ্ট্রদ্রোহী। তাদের এ দেশে রাজনীতি করার কোন অধিকারই থাকতে পারে না। যারা জনগণের সম্পদ লুট করে, তারাই আবার ক্ষমতা পেলে জনগণের ভোটাধিকার হরণ করবে। জনগণের সম্পদ আত্মসাৎ করে সম্পদের পাহাড় বানানোর একটি সুবর্ণ সুযোগ হলো ক্ষমতা। এজন্য এক দল দল যেকোনভাবে ক্ষমতায় যাওয়া এবং আরেক দল যেকোনভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে ওঠে।

তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে যা ইচ্ছে তা করা যায়। একই ধরণের মামলা ক্ষমতাসীনরা রাজনৈতিক মামলা তুলে নেয় এবং বিরোধীদলকে ওই মামলায় ফাঁসানো হয়। এ অবস্থার আমূল পরিবর্তন দরকার। আমূল পরিবর্তন না হলে আমরা কোনোদিন সভ্য জাতি হিসেবে গড়ে উঠতে পারবো না। পারবো না প্রতিহিংসার রাজনিিতর অবসান ঘটাতে। পারবো না একটি কার্যকর সংসদ বানাতে। শান্তিকামী ও মুক্তিকামী মানুষের সামনে সুযোগ এসেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা রাজনীতিকে কলুষিত করেছে এবং ভোটের মাধ্যমে তাদেরকে রাজনীতিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।

তিনি আরো বলেন, একাদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থীরা দেশের জনগণের ভোটে ক্ষমতায় আসলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে এবং শুধু দুর্নীতি-সন্ত্রাস নয়-নির্মূলও করা হবে। জনমতের যথার্থ প্রতিফলন, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ নির্বাচন পদ্ধতির আমূল পরিবর্তন করা হবে, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে, নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে সৎ, যোগ্য ও চরিত্রবান প্রার্থীদের বিবেচিত করা হবে এবং খুন, গুম, মিথ্যা ও গায়েবী মামলা, জুলুম, নির্যাতন ও দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র শনিবারের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা ইউনূস আহমদ, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান, হাফিজুর রহমান, মোক্তার হোসেন, আবদুল কাইয়ূম, ইমতিয়াজ আহমেদ ও আবদুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়