শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:৫২ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্ট থেকে যুদ্ধাপরাধী সংগঠনের নেতাদের মনোনয়ন দেয়ায় হতাশ যশোরবাসী

কামরুল হাসান : ২০১৩-১৪ সালে দেশব্যাপি যে তাণ্ডব চালিয়েছিলো জামায়াত-শিবির কর্মীরা তা থেকে বাদ যায়নি যশোর জেলাও। জেলার ঝিকরগাছা, মনিরামপুরসহ আরো কয়েকটি স্থানে ঘটে নাশকতা ও পেট্রোল বোমা হামলার ঘটনা। সাধারণ মানুষের মন থেকে সে বিভিষীকা মুছে যেতে না যেতেই এখানকার দুটি আসন ঝিকরগাছা-চৌগাছা নিয়ে গঠিত যশোর-২ আসন থেকে জামায়াত নেতা এবং মনিরামপুর এলাকা নিয়ে গঠিত যশোর-৫ আসনে আর এক স্বাধীনতাবিরোধী সংগঠন জমিয়াতুল উলামা-আল-ইসলামের নেতাকে ঐক্যফ্রন্ট-বিএনপি জোট থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এ মনোনয়নকে ভোটাররা দেখছেন মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে।

এখানকার সাধারণ জনগণ এ নিয়ে হতাশ। তারা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয় এবং জাতির অগ্রগতির ধারা অব্যহত রাখতে হলে এদেরকে অবশ্যই বর্জন করা উচিত। জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, একাত্তরের ১১ ডিসেম্বর জেলার টাউনহল মাঠে এক সমাবেশে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদ জামায়াতের পাশাপাশি মুসলিম লীগ, নিজামী ইসলামী ও জমিয়াতুল উলামাকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন। এখন বিএনপি জামায়াত জোট তাদেরকে মনোনয়ন দিয়ে জাতীকে বিভ্রান্ত করতে চাইছে বলে মনে করেন তিনি।

এদিকে জেলার পুলিশ সুপার বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কাজ করছে তারা। তবে জামায়াত শিবির নাশকতা করতে পারে অতীতের এমন অভিজ্ঞতা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ।

যশোরের পুলিশ সুপার মইনুল হক জানান, ২০১৩-১৪ সালের যে প্রেক্ষাপট সে অবস্থা থেকে তারা অনেক বেশি সুসংঘটিত আছেন এবং ঐ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সেটা মোকাবেলার সক্ষমতাও তাদের আছে। একটি উৎসবমুখর ভোটের পরিবেশে তৈরিতে পুলিশ সচেষ্ট। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়