শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:২৭ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব ও স্পিনাররা জয়ের কারিগর

নিজস্ব প্রতিবেদক: সেই ম্যাচে বল হাতে প্রতিপক্ষ শিবিরে রীতিমত ত্রাস সৃষ্টি করেছিলেন সাকিব। ২০ রানে একাই ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বসেরা এই অলরাউন্ডারের ভূয়সী প্রশংসা করতে তাই কার্পণ্য করেননি ভারতীয় কোচ যোশি। বলেছেন,
'আমি মনে করি সাকিব অসাধারণ একজন খেলোয়াড়। আমরা সকলেই জানি সে কতটা প্রতিভাবান। শুধুমাত্র বাংলাদেশেই নয়, পুরো বিশ্বেই সে জনপ্রিয়। আপনি টেস্ট, ওয়ানডে কিংবা টি টুয়েন্টি ক্রিকেটে দেখুন, সে সবখানেই ভালো।'
সাবেক এই ভারতীয় স্পিনার আরও যোগ করেন, 'টি টুয়েন্টি ম্যাচে চার ওভার বোলিং করে ২০ রানে ৫ উইকেট শিকার করার পর একজন স্পিন কোচ হিসেবে এর থেকে আপনি বেশি কিছু চাইতে পারেন না।'
বাংলাদেশ থেকে প্রতিনিয়তই প্রতিভাবান স্পিনাররা উঠে আসছে ক্রিকেটে। উপমহাদেশের দেশ হিসেবে এই প্রাপ্তি দারুণ কিছু বলে মনে করছেন যোশি। সর্বশেষ উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয়েছিলো ১৭ বছর বয়সী স্পিনার নাইম হাসানের। তার উদাহরণ টেনে যোশি বলেছেন,
'আমি মনে করি সর্বদা নতুন স্পিনারদের উঠে আসতে দেখা দারুণ কিছু। কারণ উপমহাদেশের দল হিসেবে বাংলাদেশ সবসময়ই ভালো স্পিনারদের তৈরি করে, তাই নয় কি? নাইম হাসানদের মতো স্পিনারদের পাওয়া আসলেই দারুণ ব্যাপার। সে একজন অসাধারণ প্রতিভাবান স্পিনার যেটি আমরা প্রমাণ পেয়েছি টেস্ট ম্যাচগুলোতে।'
একটা সময় উইন্ডিজরা মাঠে নামতো ৫ জন পেসার নিয়ে। অথচ তখন দলটিতে কোনও স্পিনাররই থাকতো না। এবার বাংলাদেশও একই ধরণের ফর্মুলা প্রয়োগ করছে। পার্থক্য বলতে পেসারদের পরিবর্তে স্পিনারদের প্রতিই বেশি জোর দিচ্ছে তারা। যোশি প্রত্যাশা,
'আশা করি আরও স্পিনার আসবে সামনে। আর সেটি কেনই বা হবে না? আমি যদি আপনাদের আশির দশকে নিয়ে যাই তাহলে দেখবেন যে উইন্ডিজরা ৫ জন পেসার নিয়ে খেলতে নামতো এবং সেসময় কোনো স্পিনার ছিলো না তাদের দলে।
এখন আমাদের সময় স্পিনারদের নিয়ে খেলার। এটি কতটা গুরুত্ববহ সেটা বিবেচনা করতে হবে এবং দিন শেষে আমাদের জয় নিয়ে মাঠ ছাড়তে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়