শিরোনাম
◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:২২ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান

মো.ইউসুফ আলী বাচ্চু : একদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ বন্ধু সমাজ নামক একটি সংগঠন।

শুক্রবার ২১ ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি এফ আহমেদ রাজীব বলেন, আমরা দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাই। কোন সংঘাত চাই না। সে লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেন কোন কলহ-দ্বন্দ্ব ও সংঘাত না হয় এ জন্য আমরা দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টির প্রত্যাশ্যায় সকল পক্ষ-বিপক্ষের মত পার্থক্যে বিরোধ নিস্পত্তিতে সঠিক ক্ষেত্রে সমর্থনকারী এবং দেশব্যাপী বন্ধুত্ব স্থাপনে হিংসা বর্জনে সত্য ও শান্তি প্রতিষ্ঠায় সহযাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে 'বাংলাদেশ বন্ধু সমাজ' সকল পক্ষের সেতু বন্ধন হয়ে থাকবে বলে আমাদের দৃঢ বিশ্বাস।

এসময় তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যারা যারা নতুন সরকার গঠন করবে তাদের এবং নব নির্বাচিত সংসদ সদস্যদের মহামান্য রাষ্ট্রপতিকে প্রধান করে শুভেচ্ছা বরণ ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সদস্য এ্যাডভোকেট সুলতান আহমেদ, মোয়াজ্জেম হোসেন খান, এইচ এম সিরাজ, অধ্যাপক আলতাফ হোসেন, রাজু আহমেদ খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়