শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:১৮ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগে যোগ দেয়া জীবনের সঠিক সিদ্ধান্তের একটি: ইনাম চৌধুরী

আশরাফ চৌধুরী রাজু : সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বলেছেন- আওয়ামী লীগে যোগ দেওয়া তাঁর জীবনের সঠিক সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। ব্যক্তিগত কোন লাভের উদ্দেশ্যে নয়, মুক্তিযুদ্ধের আদর্শ বুকে লালন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে থাকতেই আমার আওয়ামী লীগে যোগ দেয়া।

তিনি আরো বলেন- অনেক চিন্তা ভাবনার পর যখন বুধবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগে যোগ দেয়ার বিষয়টি জানালেন তখন শেখ হাসিনা খুশী হয়ে গনভবনে ডেকে নিলেন। এত ব্যস্ততার মাঝেও তিনি আমাকে দেড় ঘন্টার মত সময় দিলেন এবং সিলেটসহ সারাদেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বললেন। শুক্রবার বিকালে ধোপাদীঘির পাড়স্থ হাফিজ কমপ্লেক্সে পেশাজীবী নেতৃবৃন্দের সাথে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে মোমেনের মতবিনিময় সভায় বক্তব্যকালে এসব কথা বলেন।একই সাথে বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে সিলেট-১ আসনসহ সারাদেশে নৌকা মার্কায় ভোট চান তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে মোমেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। পেশাজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুছ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ডা. এস এ আজিজ, কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। এসময় তিনি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়