শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:১২ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসির ভূমিকা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইতিবাচক নয় : সৈয়দ আনোয়র

মুহাম্মদ নাঈম : অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তার মতে, তফসিল ঘোষণার পর দেশ পরিচালনায় দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু তা উপলব্ধি করে ক্ষমতার প্রয়োগে অনীহা তাদের। এখন পর্যন্ত ইসির ভূমিকা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইতিবাচক নয়। তিনি পুলিশ প্রশাসনেরও সমালোচনা করেন । সূত্র : পার্সটুডে

নির্বাচনী পরিবেশ রক্ষায় সবপক্ষকে সহনীয় ভূমিকা পালনের কথা বলেন, কোন ঘটনার পর, রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিপক্ষকে দোষারোপ করছে, তাতে প্রকৃত ঘটনা ও দোষীরা আড়ালে থেকে যাচ্ছে। যা ভোটারদের ওপর বিরূপ প্রভাব ফেলবে । পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ভেতরেই রয়েছে দ্বিমত। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই বলে স্বীকার করলেও তার বিরোধিতা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন যতই এগিয়ে আসছে নির্বাচনী মাঠে ততোই বাড়ছে উত্তাপ। ঘটছে সংঘর্ষ-সংঘাত, ঘটছে প্রাণহানি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের ভূমিকা অনেকটাই নির্লিপ্ত। যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইতিবাচক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশন ইতিবাচক ভূমিকা পালন না করে তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যাহত হবে বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়