শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিব মাঝি হয়ে নৌকায় তুলেছেন শেখ হাসিনাকে

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মাইকিং আর পোস্টারে ছেয়ে গেছে। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে পাল্লা দিয়ে চালানো হচ্ছে মিটিং-মিছিল, গণসংযোগ ও উঠান বৈঠক। বসে নেই বিএনপি প্রার্থীসহ অন্যান্য দলের নেতা কর্মী ও সমর্থকরা। তারাও ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।

তবে বিএনপি উৎকণ্ঠায় থাকলেও ফুরফুরে মেজাজে রয়েছে আওয়ামী লীগ। এদিকে ভোটারদের দৃষ্টি আকর্ষনের জন্য প্রতিকী আকারে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব মাঝি হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তুলেছেন নৌকায়। এ দৃশ্যটি প্রতিনিয়ত পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে দেখছেন সাধারন ভোটাররা।

নির্বাচন কমিশন ও দলীয় সূত্রে জানা গেছে, ১১৪ পটুয়াখালী-৪ আসনে কলাপাড়া-মহীপুর-রাঙ্গাবালী উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা ভোটার ১ লাখ ৬৮ হাজার ৫৩৪ জন এবং রাঙ্গাবালী উপজেলার ৫ টি ইউনিয়নে ভোটার ৭৪ হাজার ৮১৭ জন। পুরুষ ভোটার এক লাখ ২৪ হাজার ৭৮৯ এবং নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৫৭ জন। এ আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক যুবলীগ নেতা মো.মহিব্বুর রহমান মহিব। ]

ধানের শীষের প্রতীক নিয়ে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতপাখা নিয়ে লড়ছেন (চরমোনাই) মুফতি মাওলানা হাবিবুর রহমান এবং সমাজতান্ত্রিক দল বাসদ এ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ ও আনোয়ার হাওলাদার জাপা (এ), আব্দুর রহমান হাওলাদার (ইসলামী ঐক্যজোট)। বিএনপি প্রার্থীর এবিএম মোশাররফ হোসেনের দাবি সুষ্ঠু নির্বাচন হলে তিনি এ আসনে বিজয়ী হবেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে এই এলাকায় পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য। এ এলাকার উন্নয়নই আমার লক্ষ্য। আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। এ এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার তা আমি করব।  তবে এ আসনটিতে এখন পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশ বিরাজ করছে করছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়