শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ১০:২০ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকায় ভোট চাচ্ছেন গণশিক্ষা মন্ত্রীর দুই কন্যা

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বাবার জন্য ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাজির হয়েছেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দুই কন্যা।

যাদের একজন প্রকৌশলী আমেরিকা প্রবাসী ফারহানা রহমান মুক্তা ও আরেক বিশিষ্ট সমাজসেবী ফারজানা রহমান সিমলা। পিতা দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।

বড় মেয়ে ফারহানা রহমান মুক্তা বলেন, মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার পাশাপাশি মায়ের নাম লেখা বাধ্যতামূলক করে অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। বিধবা, স্বামী পরিত্যাক্তা, ভাতা প্রদান ও মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করার ফলে নারীরা কেউ এখন আর অসহায় নেই। বেগম রোকেয়া দিবসে জয়ীতা সম্মাননা প্রদান করে প্রধানমন্ত্রী সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। নারী বান্ধব সরকারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকায় ভোট দিয়ে নারীদের অগ্রণী ভুমিকা রাখার জন্য আহবান জানান।

ফারজানা রহমান সিমলা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী। সম্মিলিতভাবে কাজ করলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এজন্য নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বর্তমান সরকার নারীদের উন্নয়নের নানামূখী পদক্ষেপ নিয়েছে। এক সময় সমাজে নারীরা উপেক্ষিত থাকলেও বর্তমানে সরকার পরিচালনা থেকে শুরু করে বিচার বিভাগ, বৈমানিক ও প্রশাসনের উচ্চ পদে নারী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আমজাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত শেষের দুই মেয়াদে প্রায় ১ হাজার কোটি টাকার উন্নয়নমুলক কাজ হয়েছে। তার সময়ে পার্বতীপুরে ২০৯ স্কুলে সরকারী সাহায্য ছাড়াই শহীদ মিনার নির্মিত ও ‘মিডডে মিল’ চালু করা হয়। এতে সরকারের প্রায় ২৮ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। মোস্তাফিজুর রহমান ফিজারকে এ আসনে আবারো বিপুল ভোটে বিজয়ী করতে সবার প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়