শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসজির বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ম্যানইউর নতুন কোচ

স্পোর্টস ডেস্ক : গত সোমবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র হওয়ার পরদিনই সাম্প্রতিক ব্যর্থতার দায়ে জোসে মরিনহোকে কোচের পদ থেকে সরিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার সকালে নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে সুলশারের নাম ঘোষণা করা হয়। আর নতুন কোচের প্রথম ম্যাচে তার দল মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রতিপক্ষ গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করা ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

‘সি’ গ্রুপ থেকে গত আসরের রানার্সআপ লিভারপুল ও ইতালির ক্লাব নাপোলিকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রেখেছে পিএসজি। ছয় ম্যাচে ১৭ গোল করে এমবাপে, নেইমার, কাভানিদের নিয়ে গড়া আক্রমণভাগের শক্তিমত্তা ভালোই বুঝিয়েছে টমাস টুখেলের দল।

দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে দেওয়া নিজের প্রথম সাক্ষাৎকারে সুলশার পিএসজির বিপক্ষে ভালো করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আপনি প্রতিপক্ষ হিসেবে সেরা সব প্রতিভাকে পেয়েছেন। অসাধারণ সব খেলোয়াড়দের বিপক্ষে খেলা, যখন আপনি নেইমার, এমবাপে ও কাভানির মতো খেলোয়াড়দের প্রতিপক্ষ দলে পান। এমন ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডের সেরাটা বেরিয়ে আসে।’

‘এই ম্যাচের জন্য অপেক্ষা করতে আমার তর সইছে না। কিন্তু এর আগে আমাদের আরও অনেক ম্যাচ আছে। আমরা এখন একটা ভিত্তি গড়ে তুলতে চাই। আর আত্মবিশ্বাস নিয়ে পিএসজির মুখোমুখি হতে চাই। যদি আমরা তেমনটা করতে পারি, অসাধারণ হবে।’

আগামী ১২ ফেব্রুয়ারি ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে ইউনাইটেড। প্যারিসে ফিরতি লেগ হবে ৬ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়