শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৯:০১ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলের মালা উপহার দিয়ে গণসংযোগ করছেন কনিষ্ঠ প্রার্থী অ্যাড. আসিফ

মো. সিরাজুল ইসলাম, (সিংগাইর) মানিকগঞ্জ: মানিকগঞ্জ-২ ( সিংগাইর-হরিরামপুর-সদরের আংশিক) আসনের সর্বকনিষ্ঠ প্রার্থী লায়ন অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ ব্যতিক্রমভাবে গণসংযোগ শুরু করে ভোটার ও জনসাধারণে মধ্যে আলোচনায় এসেছেন। বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) -এর মনোনীত এ আসনে তিনি ভোটারদের নিজের প্রতীক ফুলের মালা গলায় পড়িয়ে দিয়ে চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা। জনগণ তাকে ব্যাপক সারা দিচ্ছেন বলে তিনি দাবি করেন।

অন্যান্য প্রার্থীদের চেয়ে আসিফ বয়সে সর্বকনিষ্ঠ হলেও শিক্ষাগত যোগ্যতার বিচার করলে তিনিই সবার চেয়ে সেরা। ডাবল মাষ্টার্স সম্পন্ন করে আইন বিষয়ে পড়াশুনা শেষে বর্তমানে তিনি ঢাকা জজকোর্টে কর্মরত আছেন।

অ্যাডভোকেট আসিফ গত শুক্রবার দিনব্যাপি ব্যাপক গণসংযোগ করেন। নির্বাচনী এলাকার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা, দক্ষিণ ধল্লা, ভূমদক্ষিণ, জায়গীর, খাসেরচর , কামুড়া, নয়াপাড়া চান্দহর ইউনিয়নের মানিকনগর, রিফাইতপুর ,ফতেপুর ও ভাঘুলী গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বয়ঃবৃদ্ধ ভোটার ও মুরুব্বীদের তিনি তার নিজ দলের প্রতীক বিভিন্ন রকমের ‘ফুলের মালা’ উপহার দিয়ে ভোট ও দোয়া প্রার্থণা করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ বলেন, মহাজোটের উন্মুক্ত আসন হিসেবে আমাকে শরিক দল বিটিএফ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। দলমত নির্বিশেষে জনগণ আমাকে ব্যাপক সারা দিচ্ছেন। আমার নিজস্ব ভোট ব্যাংক ছাড়াও আমি বিএনপির ভোট ব্যাংক হতে ৫০ হাজার ভোট আমার প্রতীকে এনে আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে দেশের অলি-আউলিয়াদের মাজার সংরক্ষণ করার জন্য সরকারের কাছে আলাদা মন্ত্রনালয়ের জন্য দাবী করবো। সেই সাথে বর্তমান সরকারের অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করব।

এ সময় তরিকত ফেডারেশনের নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়