শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ মিনার ও এফডিসিতে শ্রদ্ধা নিবেদন আগামীকাল

মহিব আল হাসান : ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন। মৃত্যুর এক সপ্তাহ পর আজ দেশে আনা হবে আমজাদ হোসেনের মরদেহ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ সন্ধ্যা ৭টায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছবে।

বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজধানীর আদাবরের বাসায়। সেখানে কিছু সময় অবস্থানের পর রাতেই একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে আমজাদ হোসেনের মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে অভিনেতা ও নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল।

শনিবার সকালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দুপুরে তার দীর্ঘ দিনের কর্মস্থল বিএফডিসিতে নিয়ে যাওয়া হবে। তারপর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।

কোথায় দাফন করা হবে জানতে চাইলে দোদুল আমাদের সময় ডটকমকে বলেন, আমরা আব্বার ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে। তিনি কয়েকটি সাক্ষাৎকারে নিজের সমাহিত স্থান সম্পর্কে বলেছিলেন। সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। সেখানে আব্বা জামালপুরের কথা বলেছেন। তবে পরিবারের সাথে এখনও এ বিষয়ে ঠিক করা হয়নি।

সেখান থেকে তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নিয়ে যাওয়া হবে। এ প্রসঙ্গে ‘আমাদের সরাসরি কিছু না বললেও আব্বা তার কবরের বিষয়ে কয়েকটি সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। সেই সাক্ষাৎকারগুলো আমাদের হাতে এসেছে। তিনি নিজের জন্মস্থান জামালপুরে সমাহিত হতে চেয়েছেন। তবে পারিবারিকভাবে এ বিষয়ে এখনও । আমরা শুক্রবার সন্ধার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করব।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ২টা ৪৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমজাদ হোসেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন।

বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়