শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৯ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিএনপি প্রার্থীর বাসায় হামলা, ককটেল বিস্ফোরণে আহত ৩

মাহফুজ নান্টু, কুমিল্লা : দলীয় কোন্দলের জের ধরে কুমিল্লা -৫ (বুড়িচং- ব্রাহ্মনপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ ইউনুসের বাসায় হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটে। নগরীর তালপুকুরপাড়ে গতকাল রাতে দুর্বৃত্তরা এ হামলা চালায় । এ সময় তারা বিএনপি প্রার্থীর ও তার নেতাকর্মীদের ব্যবহৃত গাড়ি ভাংচুর করে ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয় বলে জানায় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১১ টায় নগরীর তালপুকুর পাড় এলাকায় অধ্যক্ষ ইউনুসের বাসায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ অধ্যক্ষ মো. ইউনুস নগরীর তালপুকুর পাড়ের বাড়িতে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ নেতাকর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত বৈঠক করছিলেন। রাত সোয়া ১১ টায় সময় হঠাৎ করেই একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায় । এ সময় তারা অধ্যক্ষ ইউনুসের বাড়ির গেটে রাখা গাড়ি- বাড়ির মূল ফটক ভাংচুর করে। এছাড়াও বাড়ির দিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে বলে অভিযোগ করেন অধ্যক্ষ ইউনুস।

হামলায় অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানিয়ে সাবেক এমপি ইউনুস বলেন, আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই আমাদের দলীয় প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এমন বর্বর হামলা চালিয়েছে। তারা আমার জীবননাশের চেষ্টার অংশ হিসেবে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এ হামলা চালিয়েছে। এ সময় তারা গুলি ছুঁড়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। নাম না প্রকাশ করার শর্তে বুড়িচং ব্রাহ্মনপাড়া উপজেলার বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, আমরা দলীয় কোন্দলের শিকার। মনোনয়ন না পেয়ে নিজ দলের প্রার্থীর উপর এমন বর্বর হামলা করেছে যা দলের জন্য অশুভকর । এরা আসলে দলীয় পরিচয়ে বিশ্বাসঘাতক। তাদেরকে প্রতিহত করতে আমরা প্রস্তুত।

এদিকে অধ্যক্ষ ইউনুসের বাসায় হামলার ঘটনার বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, এমন হামলার ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়