শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫৯ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারীতে জাপার ভুয়া প্রার্থী গ্রেফতার

সুজন কৈরী : নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের প্রতীক লাঙ্গলসহ পোস্টারিং করায় পিয়ারুল ইসলাম বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ভুয়া প্রার্থীকে গ্রেফতার করা হয়। ওই এলাকার মজির উদ্দিনের ছেলে পিয়ারুল। সূত্র : পরিবর্তন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও প্রতীক লাঙ্গলসহ নিজের ছবি যুক্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা প্রার্থী হিসেবে পোস্টার প্রকাশ করেন পিয়ারুল ইসলাম বাবু।

এ ব্যাপারে ডিমলা উপজেলা জাপা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু বাদী হয়ে ডিমলা থানায় বৃহস্পতিবার একটি মামলা (নং নম্বর-৫) করেন। এরপর ডিমলা সদরের তিতপাড়াস্থ নিজ বাড়ি থেকে রাতেই পিয়ারুলকে গ্রেফতার করে পুলিশ।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী না হয়েও নিজেকে প্রার্থী দাবি করে প্রচারণা চালানোয় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। এই আসনে আওয়ামী লীগের হয়ে বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার এবং বিএনপির হয়ে অধ্যাপক রফিকুল ইসলাম প্রতিদ্বন্ধিতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়