শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ আন্দোলনে নিহত ৮

আব্দুর রাজ্জাক : সুদানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন চলছে। বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৮জন নিহতসহ বহু আহত হয়েছে। দেশটির বিভিন্ন শহরে এখনো আন্দোলন অব্যাহত রয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি

 

সুদানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোর মধ্যে রুটি ও জ্বালানি অন্যতম। এই পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পাওয়াসহ অন্যান্য অর্থনৈতিক দুদর্শার জন্য দেশটিতে বুধবার থেকে সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে।

বিক্ষোভকারীদের সঙ্গে সুদানের দাঙ্গাপুলিশের বেশি সঙ্ঘাত হয়েছে পূর্বাঞ্চলীয় শহর গাদারিফে। সেখানে বৃহস্পতিবার ৬জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় গাদারিফে দেশটির সরকার জরুরি অবস্থা জারি করেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে আল-কাদারিফ প্রদেশে আন্দোলনের অবস্থা চরমভাবে সহিংসতায় রুপ নিয়েছে। সেখানে বিক্ষোভকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এই প্রদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেনা বলে জানান সুদান পার্লামেন্টের স্বতন্ত্র এমপি মুবারাক আল-নুর।

উত্তেজিত বিক্ষোভকারীরা সুদানের উত্তরপূর্বাঞ্চলীয় শহর আটবারায় দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল কংগ্রেস পার্টি’র (এনসিপি) সদর দফরে আগুন লাগিয়ে দিয়েছে। এতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। আটবারায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আরো দু’জন নিহত হলে সেখানে কারফিউ জারি করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়