শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩২ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইন্ডিজকে উড়িয়ে দেয়ার পর যা বললেন সাকিব (ভিডিও)

আক্তারুজ্জামান : তিন ম্যাচ সিরিজে পিছিয়ে থেকে মিরপুরে খেলতে নেমেছিল বাংলাদেশ দল। সফরকারী উইন্ডিজকে বলতে গেলে একাই হারিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। রেকর্ডময় এক ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ২৬ বলে ৪২ রানের পর বল হাতে নিয়েছেন ২১ রানে ৫ উইকেট। টি-টোয়েন্টির ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটার ব্যাট হাতে ৪০ রানের পর বল হাতে ৫ উইকেট নিলো।

ক্যারিবীয়দের ৩৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। স্বপ্নের মতো এক ম্যাচ খেলার পর সংবাদ সম্মেলনে এসে পুরো কৃতিত্ব দিয়েছেন দলকে। সাকিব জানিয়েছেন এই জয় দলগত প্রচেষ্টাতেই এসেছে। মোমেন্টাম ধরে রেখে শেষ পর্যন্ত খেলতে পারাকেই ম্যাচ জয়ের কারণ বলে মনে করেন সাকিব। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানিয়েছেন টাইগার অধিনায়ক।

সাকিব বলেন, 'আপনি যদি টি-টুয়েন্টি জিততে চান তবে আপনাকে মোমেন্টাম ধরে রাখতে হবে, বোলিং ব্যাটিং দুই বিভাগেই। সৌভাগ্যক্রমে আমরা দ্রুত মোমেন্টাম পেয়েছিলাম এবং আমরা এটা ধরে রেখে ২০০ রান করতে সক্ষম হয়েছি এই উইকেটে। এটা বল করার জন্য সহজ পিচ নয়। সবশেষ এটা একটি দলগত প্রচেষ্টা।'

টাইগার অধিনায়ক আরও যোগ করেন, 'লিটন দারুণ কিছু শট খেলেছে। মাহমুদুল্লাহ যেভাবে খেলাটা শেষ করেছে অসাধারণ। আমি মনে করি কুয়াশার মধ্যেও বল হাতে দারুণ ভালো বল করেছে মেহেদী। আমরা জানি আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছি। তারা বিশ্বের যে কারোর চেয়ে ভালো জানে টি-টুয়েন্টিটাকে। আমাদের ছেলেরা সঠিক ভাবে জানে তাদের কি করতে হবে এবং আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।'

তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা। সিরিজ নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। আগামী ২২ ডিসেম্বর শনিবার মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে অঘোষিত ফাইনালে নামবে দু’দল।

দেখে নিন ম্যাচ শেষে সাকিবের সংবাদ সম্মেলন.....

https://www.facebook.com/aktaruzzaman.aktar.54/videos/1031421637066206/

  • সর্বশেষ
  • জনপ্রিয়