শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমন জয়ের কৃতিত্ব পুরো দলকেই দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : ব্যাট হাতে ৪৬ রানের ইনিংস খেলার পর বল হাতে ৫ উইকেট নিয়ে উইন্ডিজকে একাই হারিয়ে দিয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টুয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের সাথে ব্যাট হাতে কার্যকরী ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরুষ্কার জিতেছেন সাকিব।

তবে সাকিব জানিয়েছেন এই জয় দলগত প্রচেষ্টাতেই এসেছে। মোমেন্টাম ধরে রেখে শেষ পর্যন্ত খেলতে পারাকেই ম্যাচ জয়ের কারণ বলে মনে করেন সাকিব। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানিয়েছেন টাইগার অধিনায়ক।

'আপনি যদি টি-টুয়েন্টি জিততে চান তবে আপনাকে মোমেন্টাম ধরে রাখতে হবে, বোলিং ব্যাটিং দুই বিভাগেই। সৌভাগ্যক্রমে আমরা দ্রুত মোমেন্টাম পেয়েছিলাম এবং আমরা এটা ধরে রেখে ২০০ রান করতে সক্ষম হয়েছি এই উইকেটে। এটা বল করার জন্য সহজ পিচ নয়। সবশেষ এটা একটি দলগত প্রচেষ্টা।'

প্রথমে ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১১ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে লিটন ৬০, সৌম্য ৩্‌ সাকিব ৪২* ও মাহমুদুল্লাহ ৪৩* রানের ইনিংস খেলেছেন।

এরপর বল হাতে সাকিব মাত্র ২১ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। মুস্তাফিজ দুটি, মাহমুদুল্লাহ, আবু হায়দার ও মেহেদী হাসান ১ টি করে উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছে। তাই ম্যাচ শেষে সতীর্থ্যদের প্রশংসায় ভাসিয়েছেন সাকিব।

'লিটন দারুণ কিছু শট খেলেছে। মাহমুদুল্লাহ যেভাবে খেলাটা শেষ করেছে অসাধারণ। আমি মনে করি কুয়াশার মধ্যেও বল হাতে দারুণ ভালো বল করেছে মেহেদী। আমরা জানি আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছি। তারা বিশ্বের যে কারোর চেয়ে ভালো জানে টি-টুয়েন্টিটাকে। আমাদের ছেলেরা সঠিক ভাবে জানে তাদের কি করতে হবে এবং আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়