শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের মন জয় করার জন্যে ইশতেহার তৈরি করা হয় : সুলতানা কামাল

মুহাম্মদ নাঈম : বিশিষ্ট মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, জনগণের কাছে দলগুলোর আস্থা ফিরিয়ে আনার জন্যে ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখাতে হবে। শুধু মুখের কথার ওপরে মানুষ বেশি আস্থা রাখতে পারবে না। ইশতেহারগুলো অনেক সময় প্রকাশ করা হয় মানুষের মন জয় করার জন্যে।

জাতীয় দৈনিক ’দ্য ডেইলি স্টারে’র বিশেষ আয়োজন নির্বাচন সংলাপ ২০১৮ অনুষ্ঠানে এসব কথা বলেন সুলতানা কামাল। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন দ্য ডেইলি স্টারের প্ল্যানিং এডিটর শাখাওয়াত লিটন।

আক্ষেপ প্রকাশ তিনি বলেন, ‘আজ পর্যন্ত আমরা কি এমন একটি সংসদ তৈরি করতে পেরেছি কিংবা আমাদের নাগরিক সমাজ থেকে কি সেরকম প্রক্রিয়া তৈরি করতে পেরেছে যে তারা যে কথাগুলো বলে ক্ষমতায় গেছেন এবং শেষে নিজেরাই মানছেন না। সেটার জন্যে কোনো জবাবদিহি আদায় করতে পেরেছি?’

তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রক্রিয়াগুলোর মধ্যে স্বচ্ছতা নিয়ে আসার একটি ব্যাপার রয়েছে। ‘যারা এখন বিরোধী দলে বা বেকায়দার মধ্যে রয়েছেন তাদের উপর তেমন দায় দায়িত্ব বর্তায় না। কিন্তু নির্বাচন কমিশন তো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কথাও এখানে রয়েছে। গণতন্ত্রের শুরুটাই তো হয় মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে। সেই ভোটাধিকারটাই যদি আমরা নিশ্চিত, নিরাপদ, এবং স্বচ্ছ করতে না পারি, উন্মুক্ত করতে না পারি। সত্যিকার অর্থে মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পেরেছে, জনমতের প্রতিফলন সেখানে ঘটাতে পেরেছে বা তার প্রতিনিধিকে সে আসলেই নির্বাচিত করতে পেরেছে। সেই ব্যাপারটিই যদি নিশ্চিত না হয় তাহলে পরবর্তী বিষয়গুলো যে স্বচ্ছ হবে, পরিষ্কার হবে এবং যে কথাগুলো তারা বলছেন সেগুলো রাখার মতো একটা জায়গায় তারা দাঁড়াবেন এবং আমরা জবাবদিহি আদায় করতে পারবো। সেটা কি করে আমরা বিশ্বাস করব?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়