শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেট ঘাটতি মেটাতে ৩ হাজার ২’শ কোটি ডলারের বন্ড বিক্রি করবে সৌদি আরব

রাশিদ রিয়াজ : ব্লুমবার্গ টিভিকে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন তার দেশ আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পরখ করে আগামী বছর ৩২ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করবে। আগামী বছরের প্রথম ৬ মাসে অন্তত এ বন্ডের অর্ধেক বিক্রি করবে সৌদি সরকার। মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রায় সৌদি আরব সরকার ৩২’শ কোটি ডলারের বন্ড বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যা থেকে অর্জিত অর্থ দেশটির বাজেট ঘাটতি মেটাতে ব্যয় হবে। তবে সৌদি বাজেটে ঘাটতির পরিমান বা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে দেশটির দেনা কত সে সম্পর্কে সৌদি অর্থমন্ত্রী কিছু জানাননি।

এদিকে সৌদি আরবের অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ ও এশিয়ার অর্থ বাজারে এসব বন্ড বিক্রি করা হবে। গত মঙ্গলবার ৪.২ শতাংশের জিডিপি লক্ষ্যমাত্রায় ১৩১ বিলিয়ন রিয়াল ঘাটতি রেখে সাড়ে ৩’শ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করে সৌদি আরব। এর আগে ২০১৬ সালে সৌদি প্রথম বন্ড বিক্রি করেছিল। সৌদি অর্থমন্ত্রী দাবি করেন সিনিয়র সাংবাদিক জামাল খাশোগজির মৃত্যু সৌদি আরবে বিনিয়োগে কোনো প্রভাব ফেলবে না। তবে ঘোষিত বাজেটে যে ৯৭৫ বিলিয়ন রিয়াল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেখানো হয়েছে তার ৬৬২ বিলিয়ন রিয়াল আসবে তেল বিক্রি থেকে। আরব বিজনেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়