শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ. লীগের নেতা হত্যা করে বিএনপি নির্লজ্জভাবে নির্বাচন কমিশনে নালিশ করছে: আব্দুর রহমান

জিয়াউদ্দিন রাজু : মজিব কোট পরে বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা চালায়, আওয়ামী নেতাকর্মীদের হত্যা করে তারাই আবার নির্লজ্জভাবে নির্বাচন কমিশনে অভিযোগ করে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনের আরো যত্নবান হওয়া উচিত। একটা অসত্য অভিযোগ দেয়ায় ডিসি, ওসিকে প্রত্যাহার করা হয়েছে। একজন অভিযোগ করলেই তাকে নিজ অবস্থান ব্যাখ্যা দেয়ার সুযোগ না দিয়ে প্রত্যাহার করা ঠিক হয়নি।

মজিব কোট পরে বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা চালায়, তারাই আবা নির্লজ্জভাবে নির্বাচন কমিশনে অভিযোগ করে বলে দাবি করেন তিনি। বলেন, নির্বাচনী প্রচারণার শুরু থেকে তাদের জন্মগত যে স্বভাব সেই মিথ্যাচার করছে।

আব্দুর রহমান বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করুক সেটা আমাদের কাম্য এবং সরকার সেই লক্ষ্যে সহায়তা করে যাচ্ছে। তবে বিরোধীরা নির্বাচন বানচাল করার পূর্বশর্ত হিসেবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

মির্জা ফখরুলের ভোট কেন্দ্র পাহার দেয়ার নির্দেশনা দেয়ার পর থেকেই তাদের কর্মীরা আক্রমণাত্মক হয়ে উঠেছে বলে দাবি করেন আব্দুর রহমান।

বিবিসি'র জরিপে উঠে এসেছে, আওয়ামী লীগ প্রতিশ্রুতির ৮০ শতাংশ পূরণ করেছে। বিএনপিও প্রতিশ্রুতি দিচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে তারা। এর মাধ্যমেই বোঝা যায় আওয়ামী লীগ উন্নয়ন করেছে। সব বিকল্পের বিকল্প আছে তবে শেখ হাসিনার বিকল্প নেই৷

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়