শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০১:০০ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল বুঝে ওঠার আগেই বাফুফের একহাত নিলেন রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক : মাঠে দর্শক নেই। ঠিকমতো চলছে না ঘরোয়া আসর। বর্ষপঞ্জিকা হিমাগারে। র‌্যাংকিংয়েও পেছনে হাঁটছে ফুটবল। চাপে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। যদিও কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, ঠিক পথেই রয়েছে দেশের ফুটবল! কিন্তু এবার পরিসংখ্যান দিয়ে এবং চোখে আঙুল দিয়ে বাফুফের সভাপতির কথা ভুল প্রমাণ করার চেষ্টা করলেন ফুটবল অঙ্গণে এক নতুন মুখ তরফদার মো. রুহুল আমিন। ফুটবল বুঝে ওঠার আগেই তিনি মতামত দিলেন, ঠিক পথে নেই বাংলাদেশের ফুটবল, উল্টোপথে হাঁটছে।

জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের এই মহাসচিব বুধবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বাফুফে সভাপতি সত্য বলছেন না। চেয়ার ধরে রাখতে ভুল বোঝাচ্ছেন তিনি। তরফদারের কথায়, ফুটবল চলছে, এটা ঠিক। কিন্তু দেশের ফুটবল কিভাবে চলছে সেটাই হচ্ছে প্রশ্ন। জাতীয় দলের সাফল্যটা কেমন সেটা দিয়েই মূল্যায়ন করা হয়।

বর্তমানে যারা বাফুফেতে রয়েছেন, তারা দায়িত্বে আছেন সেই ২০০৮ থেকে। এ সময়ে জাতীয় দলের কোনো ট্রফিই নেই। আসলে কিছুই হয়নি। সাফে ভালো খেলতে পারলে এগিয়ে যেতে পারত ফুটবল।’ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল লিগ বন্ধ হওয়ার কারণ জানতে চেয়েছেন তিনি। বলেন, মহানগরী লিগ আমি স্পন্সর করেছিলাম। আমাদের অর্থায়নে মুখ থুবড়ে পড়া এসব লিগ যখন সচল হয়েছিল, ঠিক তখনই অদৃশ্য এক কারণে আমাদের সঙ্গে চুক্তি বাতিল করে বাফুফে।

জাতীয় দলের ব্যর্থতার ফিরিস্তি দিয়ে রুহুল আমিন বলেন, এই কমিটি দায়িত্ব নেয়ার পর গত চারটি সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এরমধ্যে জাতীয় ফুটবল দল ৭৯টি ম্যাচ খেললেও জিতেছে মাত্র ২০টিতে। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানান, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও ফুটবল স্থবির করে দিয়েছে এই কমিটি।

এই সংগঠনটি নিজেদের উদ্যোগে ৪০টি জেলায় লিগ করেছে। এমন পরিসংখ্যান দিয়ে তরফদার রুহুল আমিন বলেন, দেখুন এই তথ্যগুলোতে চোখ রাখলেই বুঝতে পারবেন তাদের এগিয়ে যাওয়ার নমুনা। আমি যদি না পারি তবে আমাকে বলতে হবে যে আমরা চেষ্টা করছি কিন্তু পারছি না। ব্যর্থতার পর ব্যর্থতা। এটা স্বীকার করার মানসিকতা না থাকলে তো এই জায়গায় বসে ফুটবল উন্নয়ন সারা জীবনেও সম্ভব নয়।

নতুন ফুটবলার তৈরির জন্য যে পাইপলাইন দরকার তা করতে না পারার জন্য বাফুফে কর্তাদেরই দায়ী করেন তিনি। তরফদার বলেন, দেখুন দায়িত্ব নিয়ে যদি ব্যর্থ হই, সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে পরের দিনই পদত্যাগ করব। তাদেরও উচিত সত্য অনুধাবন করে সঠিক পথে চলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়