শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৭ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচার চেয়ে উল্টো ভারতকে জরিমানা দিচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসি পাকিস্তানের সে দাবি কেবল উড়িয়েই দেয়নি ভারতীয় বোর্ডকে উল্টো ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে তারা
ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে অন্যায় করেছে। বারবার আশা দেখিয়েও সিরিজ আয়োজন করেনি। পাকিস্তানে তো আসেইনি আবার নিজেদের দেশেও ডেকে পাঠায়নি। অন্তত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না পারায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্ভাব্য আয়ের অঙ্কটা কমে গেছে বহুগুণ। এমন দাবি নিয়েই বিসিসিআইর বিচার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে গিয়েছিল পিসিবি। কিন্তু সে দাবি শুধু উড়িয়েই দেয়নি আইসিসি, ভারতীয় বোর্ডকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে তারা!

কূটনৈতিক কারণে ভারত বহুদিন ধরেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলছে না। অথচ ‘তিন মোড়ল’ নীতিতে পাকিস্তানকে রাজি করার সময় দ্বিপাক্ষিক সিরিজের লোভ দেখিয়েছিল বিসিসিআই। কিন্তু এক একটি সিরিজের সময় আসে আর ভারতীয় বোর্ড নানা অজুহাত দেখিয়ে সেগুলো বাতিল করে দেয়। বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের কথা বলা হয়। কিন্তু সেগুলো আর বাস্তবে রূপ পায় না। এ দুঃখ থেকেই পিসিবি আইসিসির কাছে আপিল করেছিল, বিসিসিআই সমঝোতা স্মারকের কথার বরখেলাপ করেছে। কিন্তু গত অক্টোবরে আইসিসি সে আপিল খারিজ করে দিয়েছে।

সে দুঃখও যেন যথেষ্ট ছিল না পাকিস্তানের জন্য। এবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে তাদের ওপর এসেছে জরিমানার দায়। আইসিসির ডিসপিউট প্যানেল পাকিস্তানকে বলেছে, এই আপিলের ফলে ভারতীয় বোর্ডের যত খরচ হয়েছে তার ৬০ ভাগ দিতে হবে পিসিবিকে। এ আপিল নিয়ে কাজ করেছে আইসিসির ডিসপিউট রেভুল্যুশন প্যানেল (ডিআরসি)। এ প্যানেলের যত খরচ হয়েছে তার ৬০ ভাগও পাকিস্তানকে বহন করতে হবে, বাকি ৪০ ভাগ বিসিসিআইকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৫ থেকে ২০২৩ এর মধ্যে ছয়টি সিরিজ খেলার কথা ছিল ভারত-পাকিস্তানের। এ থেকে হাজার কোটি রুপির ব্যবসা করার আশায় ছিল পিসিবি। কিন্তু সেটা না হওয়ায় ৪৪৭ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আপিল করেছিল পাকিস্তান। সে ক্ষতিপূরণ তো হয়ইনি, উল্টো ভারতীয় বোর্ডের খরচের বেশির ভাগ তাদের বহন করতে হচ্ছে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়