শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ১০:৪০ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ : ৪০ কারখানায় ছুটি ঘোষণা

এম এ হালিম : শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় আবারও মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। এসময় তারা বিভিন্ন কারখানায় কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়েতপুর বাগবাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং ওয়্যারস লিমিটেড ও টিসিএল-২ এর প্রায় ১৫ হাজার শ্রমিক কারখানায় প্রবেশের পর মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়ে আশপাশের কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এসময় কর্তৃপক্ষ ঝামেলা এড়াতে অর্ধশত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

একই দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকার এ.আর.জিন্স প্রডিউসার লিমিটেড এবং মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরাও মজুরি বৈষ্যমের অভিযোগে বিক্ষোভ করেছে। একপর্যায়ে শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এবিষয়ে কথা বলার জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হয়নি।

শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শানিনুর রহমান বলেন, শ্রমিকরা না বুঝে বেতন বৈষম্যের অভিযোগ তুলে বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছে। এসময় আমরা অনেক কারখানায় গিয়ে শ্রমিকদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে বললে তারা শান্ত হয়ে কাজে যোগদান করে। কিন্তু কিছু শ্রমিক তাদের দাবিতে অনড় থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়