শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ১০:১৭ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজহানকে ছেড়ে মাঠে ফেরা অনেকটা কষ্টকর : সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক : টেনিস তারকা সানিয়া মির্জা নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা স্পোর্টস আইকন। কয়েকদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। তখন ফ্যানদের সুখবর দিয়ে বলেছিলেন যে, খুব শিগগিরই মাঠেও ফিরতে চান টেনিস র‌্যাকেট হাতে। যদিও সেই আগের অবস্থায় ফিরতে বেশ পরিশ্রম ও সময় প্রয়োজন, তাও জানাতে ভোলেননি ৩১ বছরের সানিয়া।

কিন্তু স্বাভাবিক ভাবেই তার জন্য সদ্যোজাত সন্তানকে ছেড়ে অনেকখানি সময় বাইরে থাকতে হবে তাকে। সন্তানকে ছেড়ে থাকার এই সময়টা যে কতটা কঠিন হতে চলেছে তার কাছে, তারও আভাস যেন দিয়ে রাখলেন সানিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া টুইটারে ছেলে ইজহানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন সানিয়া। সেই ছবির সঙ্গে সানিয়া লিখেছেন যে, তিনি কখনও ভাবেনইনি বাড়ি থেকে দূরে থাকা এতটা কঠিন ও কষ্টকরও হতে পারে। যেখানেই তিনি যান না কেন, তাঁর মন পড়ে থাকে বাড়িতে ছোট্ট ইজহান এর কাছেই। টুইটারে পোস্ট হও যার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিটি। মা ছেলের এই মিষ্টি ছবি দেখে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউই।

এর আগে ২০১৭-এর শুরুর দিকে যখন চোট আঘাতে ভুগছিলেন সানিয়া, তখনই তিনি মা হও য়াার জন্য মনস্থির করেন। সায় দিয়েছিলেন স্বামী শোয়েব মালিকও। গত ৩০ অক্টোবর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সন্তানকে নিয়ে যে যথেষ্ট খুশি সানিয়া, তা অবশ্যই বলার অপেক্ষা রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়