শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৩ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্সেনালকে উড়িয়ে সেমিতে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক : হঠাৎ যেন পথ হারিয়ে ফেলা আর্সেনালকে তাদেরই মাঠে হারিয়ে লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটস্পার।

এমিরেটস স্টেডিয়ামে গতকাল রাতে কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জেতে টটেনহ্যাম। এ মাসের শুরুতে লিগে আর্সেনালের মাঠে ৪-২ গোলে হেরে গিয়েছিল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

প্রায় চার মাস ও সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ অপরাজিত থাকার পর গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের দিকের দল সাউথ্যাম্পটনের মাঠে হেরে বসে আর্সেনাল। সে ধাক্কা কাটিয়ে ওঠার আগেই লিগ কাপ থেকে ছিটকে পড়লো উনাই এমেরির দল।

ম্যাচের ২০তম মিনিটে ডেলে আলির পাস পেয়ে বাঁ পায়ের শটে আগুয়ান গোলরক্ষক পেতর চেককে পরাস্ত করে টটেনহ্যামকে এগিয়ে দেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিয়ুং-মিন। আর ৫৯তম মিনিটে হ্যারি কেইনের দারুণভাবে বুক দিয়ে বল নামিয়ে বাড়ানো পাস পেয়ে চিপ শটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার আলি।

আরেক ম্যাচে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে শেষ চারের টিকেট পেয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ৮৪তম মিনিটে এডেন আজারের শট প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

এর আগে গত মঙ্গলবার লেস্টার সিটিকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি ও মিডলসবরোকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় সারির ক্লাব বার্টন অ্যালবিওন শেষ চারে জায়গা করে নেয়।

প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। শেষ চারের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সিটির প্রতিপক্ষ বার্টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়