শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৮:২৪ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাকিস্তানি এজেন্ডাকে সক্রিয় করতেই আইএসআই’র সঙ্গে যোগাযোগ করছে বিএনপি’

হ্যাপি আক্তার : একাত্তরের পরাজিত শক্তি এখনো পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় করতেই দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে বিএনপি বারবার যোগাযোগ করছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশকে একটি অকার্যকর ও হীন রাষ্ট্রে পরিণত করতে চায় আইএসআই। সম্প্রতি পাকিস্তানি এক গোয়েন্দার সাথে বিএনপির সিনিয়র নেতার যোগাযোগের খবরে উদ্বেগ জানিয়ে, দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সূত্র : সময় টেলিভিশন

স্বাধীনতাবিরোধী নানান তৎপরতায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সম্পৃক্ততা মিলেছে বহুবার। সম্প্রতি বিএনপি জামায়াত নেতাদের সাথে সংস্থাটির এক সদস্যের যোগাযোগের খবরে বিভিন্ন মহলে বইছে সমালোচনার ঝড়। তাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানসহ অন্যান্য নেতাদের বৈঠক নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে দেশি-বিদেশি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের একটি ফোনালাপ ফাঁস হয়। যেখানে, চীনের সহযোগিতা পেতে সংস্থাটির হস্তক্ষেপ চাওয়া হয়।
এমন পরিস্থিতিতে, রাজনৈতিক দল হিসেবে দেশের প্রতি বিএনপির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষকরা। জাতীয় নির্বাচন যখন দোরগোড়ায়, তখন আইএসআই এর সাথে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক ও ফোনালাপকে দুরভিসন্ধিমূলক ও দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেছেন, ‘আইএসআই’র যে অপতৎপরতা বাংলাদেশকে ঘিরে এবং সেখানে রাজনৈতিক দল বিএনপি জামায়াতের সংযোগ তা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে ভয়ানক হুমকির বিষয়। বিএনপি এবং জামায়াত মিলে যত কর্মকা- করেছে, তা যদি নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হয় তাহলে দেখা যাবে তারা পাকিস্তানি আইএসআই’র এজেন্ডাকে বাস্তবায়ন করছে।’

এ বিষয়ে রাজনীতি বিশ্লেষক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘কোনো রাজনৈতিক দলের প্রথম সারির নেতা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখেন এবং সেই সংস্থাকে আহ্বান জানান সাহায্য করার জন্যে, এটি অত্যন্ত দুঃখের বিষয়।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো দল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে কোনো ফায়দা লুটতে না পারে সে দিকেও নজর রাখা প্রয়োজন আছে।’

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্রসহ সব ষড়যন্ত্রের মূলে আইএসআইকে দায়ী করে, তাদের এদেশীয় সহযোগী বিএনপি-জামায়াতের অপচেষ্টা রুখে দিতে সরকারসহ প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ বিশ্লেষকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়