শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৫:৪৫ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের নির্দেশ

আব্দুর রাজ্জাক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সকল সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে যুক্তরাষ্ট্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট’র (আইএস) বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়েছে বলে ট্রাম্প ঘোষণা করেছেন। তবে আইএসের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ এখনো শেষ হয়নি দাবি করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন, ট্রাম্পের বিশেষজ্ঞ দল, জ্যেষ্ঠ রিপাবলিকান নেতারা এমন পদক্ষেপের বিরোধীতা করেছিলেন। আল-জাজিরা

ট্রাম্প বুধবার বলেন, ‘আমরা আইএসকে পরাজিত করেছি। তারা এক সময় সিরিয়ার বিস্তীর্ন এলাকা নিয়ন্ত্রণ করেছে কিন্তু আমাদের সমর শক্তি ও কৌশলের কাছে হেরে গিয়ে এখন একটি ছোট পরিসরে আবদ্ধ হয়ে গেছে। তাই এখন আমাদের সেনাদের ঘরে ফিরে আসার সময় হয়েছে।’

২০১৩ সালে মার্কিন পদাতিক সৈন্যরা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, পরের বছর বিমান হামলা আরম্ভ করে। এর পর থেকেই মার্কিন সৈন্যরা সেখানে অবস্থান করে কখনো সরাসরি আবার কখনো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়ে তাদের দিয়ে যুদ্ধ পরিচালনা করছে। সম্প্রতি মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে আবারো অভিযান শুরুর ঘোষণা দিয়েছে তুরস্ক, মার্কিন সৈন্য প্রত্যাহারের পেছনে এটিও একটি কারণ হতে পারে।

মার্কিন সৈন্যদের কিভাবে সিরিয়া থেকে প্রত্যাহার করা হবে বা অন্য কোথাও মোতায়েন করা হবে কিনা তা আরো পরে ব্যাখ্যা করা হবে। তবে আগামী মাসের মাঝামাঝি নাগাদ সিরিয়ায় মোতায়েন ২ হাজার মার্কিন সৈন্য সরিয়ে নেয়া হচ্ছে বলে ট্রাম্প জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়