শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪৭ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতার আশঙ্কায় ব্রিটেন

তরিকুল ইসলাম : একাদশ নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ র‌্যালি থেকে ব্যাপক সহিংসতার আশঙ্কা করছে ব্রিটেন। একই সঙ্গে বাংলাদেশ থাকা দেশটির নাগরিকদের ফের সতর্ক করেছে দেশটি। সাম্প্রতিক সময়ে নির্বাচনী সভা-সমাবেশে বাধাবিঘ্নসহ মাঠ পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার নতুন করে সতর্কবার্তা জারি করেছে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস।

নিজ দেশের নাগরিকদের উদ্দেশে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বুধবার সতর্কবার্তায় বলেছে, ৩০শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনের প্রচার-প্রচারণার মেয়াদ আগামী ২৯শে ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ ও র‌্যালির সঙ্গে বিস্তৃত পরিসরে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। তাই রাজনৈতিক সভা-সমাবেশ র‌্যালিসহ বড় জনসমাগম স্থান সতর্কতার সাথে এড়িয়ে চলতে হবে।

এর আগে চলতি মাসের চার ডিসেম্বর একই ধরনের সতর্কতা জারি করে টিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস। যদিও দেশটি তাদের নাগড়িকদের সুরক্ষায় এ ধরনের সতর্ক বার্তা প্রায়ই দিয়ে থাকে। তবে, চলতি মাসেই এত কম সময়ের ব্যাবধানে দু’বারের জন্য দেওয়া এ ধরনের বার্তায় সঙ্গত কারনেই ঢাকায় অবস্থানরত বিদেশী ও কূটনৈতিক মহলের উদ্বেগের প্রতি ইঙ্গিত বহন করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়