শিরোনাম

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসি-এডিসিসহ ৪ ওসিকে প্রত্যাহারের নির্দেশ

রমজান আলী : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদল করা হয়েছে। গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা সেবাষ্টিন রেমা এবং ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ সাইফুল হাসানসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় ও মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে একটি করে চিঠি দেওয়া হয়েছে।

ইসির সহকারী সচিব নুর নাহার স্বাক্ষরিত এ নির্দেশনা বুধবার পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

ইসি সূত্র জানায়, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়াতে গাইবান্ধার ডিসি সেবাষ্টিন রেমাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আর বাবা মইনুল হক চৌধুরী কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী হওয়ায় ফরিদপুরের এডিসি মোহাম্মদ সাইফুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, ঢাকার রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম, নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদ, ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ও ব্রা²ণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি আংশিক) আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে গুলির অভিযোগে সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদ, ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় এ জেলার সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান, মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম ও বিএনপির বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ব্রা²ণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়