শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশতেহার বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নয় : আফসান চৌধুরী

খায়রুল আলম : সিনিয়র সাংবাদিক আফসান চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে জয়ী হওয়ার পর ইশতেহার অনুযায়ী চলে না। রাজনৈতিক ক্ষমতা কীভাবে অর্জন করতে পারে, সে অনুযায়ী চলে। ইশতেহারকে জনগণও কোনো গুরুত্ব দেয় না। এ প্রতিবেদকের সাথে আলাপের সময় তিনি বলেন, ইশতেহারের গুরুত্ব খুব সীমাবদ্ধ। সাধারণ মানুষের কাছে এ ইশতেহার পৌঁছাচ্ছে? দেশের কতোজন লোক ইশতেহার বোঝে বা খবর রাখে? আমার তো মনে হয় সাধারণ জনগণ ইশতেহারে নিয়ে তেমন মাথা ঘামায় না। ঐক্যফ্রন্টের ইশতেহার নিয়ে মানুষ কোনো আলাপ করছে? শুধু গণমাধ্যমের লোকজন এটি নিয়ে আলাপ-আলোচনা ও লেখা-লেখি করছে। গ্রামকে শহর করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, এসব কথা বলতে তো কোনো দলের সমস্যা নেই। সমস্যা হচ্ছে, যা বললাম তা করতে পারলাম কি-না। আমরা সব দলকেই কম-বেশি ক্ষমতায় দেখেছি। জনগণের জন্য কে কী করেছে তাও দেখেছি। সুতরাং ইশতেহার নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আওয়ামী লীগের ইশতেহারে বলেছে, গণমাধ্যমেকে স্বাধীনতা দেবে। তারা যদি গণমাধ্যমকে স্বাধীনতা দিতো, তাহলে ডিজিটাল সিকিউরিটি আইন করতো না। আমাদের দেশের কোনো দলের ইশতেহারকে এতোটা গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন নেই। মানুষ ভোট দেবে দেশের উন্নয়ন কে করেছে, তা দেখে। রাজনৈতিক দলগুলোও ইশতেহার ঘোষণা ভিত্তিতে নির্বাচন করবে না। ইশতেহার যা যা দেয়া লাগে তাই দিচ্ছে। কিন্তু আমাদেরও এ ব্যাপারটি বোঝতে হবে। আসলে ইশতেহারে যা বলেছে, তা ঠিক বলেছে না-কি শুধুই বলার জন্য বলা। ইশতেহারটি হচ্ছে একটি উপহারের বাক্স। একটি উপাহারের বাক্স যেমন দেয়ার সময় সুন্দর করে মোড়ক করা হয়। ভেতরে কী আছে তা বোঝা যায় না। ইশতেহারও ঠিক একেই রকম। দেয়ার সময় সাজিয়ে-গুছিয়ে দেয়া হয়, কিন্তু মোড়ক খুললে ছোট একটি উপাহার মাত্র। অথবা এটি আমাদের রাজনৈতিক দলগুলোর ফুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়