শিরোনাম

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ইশতেহার বাস্তবসম্মত হয়নি  মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ

ফাহিম বিজয় : নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ বিএনপির নির্বাচনী ইশতেহার সম্পর্কে বলেছেন,  বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবসম্মত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তারা কতোটা বাস্তবায়ন করতে পারবে এটিই দেখার বিষয়। তারা বলেছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে এবং দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিধান করবে। তারা এটি কীভাবে করবে এটি কিন্তু বলা হয়নি। তারা কী ভারসাম্য আনবে এটি তারা উল্লেখ করেনি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইশতেহারে বলা হয়েছে, ‘নারী ক্ষমতায়নের জন্য সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে’। নারী ক্ষমতায়নের কথা বললেই তো হবে না। নারীকে সেভাবে প্রস্তুত করতে হবে। আমরা দেখেছি যে, বিশ্বের উন্নয়নশীল দেশের মধ্যে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। গ্রাম-গঞ্জে, শহরগুলোতে সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই নারীরা পুরুষের সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছে। সংসদেও বলা হয়েছে, সংসদে এক-তৃতীয়াংশ নারী হতে হবে। যদিও এটি আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। ইশতেহারে বলা যতোটা সহজ বাস্তবায়ন করাটি কিন্তু ততো সহজ নয়।

তিনি আরো বলেন, ইশতেহারে বলা হয়েছে, ‘জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১১ শতাংশে উন্নীত করা হবে’। আমরা তো স্বপ্ন দেখতেই পারি। বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে অর্থনৈতিক পরিকল্পনা সঠিকভাবে হলে এটি অর্জন করা যেতে পারে। এটিকে বাস্তবে রূপ দেয়ার জন্য যে ধরনের পরিকল্পনা নিতে হয় এর কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। তারা ইশতেহারে বলেছে, ‘প্রধানমন্ত্রী, এমপি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি বছর প্রকাশ করা হবে’। এগুলো প্রকাশ করলেই কি দুর্নীতি কমে যাবে? দুর্নীতি প্রতিরোধ করার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়