শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে গ্রহণযোগ্য নির্বাচনের ন্যূনতম কোনো পরিবেশ নেই : সাইফুল হক

রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এখনো পর্যন্ত দেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ন্যূনতম কোন পরিবেশ নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি। বুধবার উত্তরাঞ্চলে নির্বাচনী সফর শেষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সাধারণ সম্পাদক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রশাসন এখনও পর্যন্ত কার্যত: সরকার ও সরকারি দলের নির্দেশনা অনুযায়ী তৎপর রয়েছেন। এখনও বিধি অনুযায়ী নির্বাচন কমিশন জনপ্রশাসনসহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের উপর কোন সাংবিধানিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। এখনো পর্যন্ত এরা আরেকটি একতরফা নির্বাচনের ছক বাস্তবায়নের কাজে ব্যস্ত রয়েছে।

তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকার দলের সন্ত্রাসীদের দৌরাত্ম্যে বাম জোট ও বিরোধী দলীয় প্রার্থীরা নির্বাচনী মাঠে থাকতে পারছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বিরোধীদলের প্রার্থীদের জন্য যেন ১৪৪ ধারা জারি করা হয়েছে। এইসব কারণে জনগণের মধ্যে ৩০ ডিসেম্বরর নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা বিরাজ করছে।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দৃশ্যমান কার্যকরী বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। তা না হলে সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকেও জনরোষের মুখোমুখি হতে হবে। তিনি গত তিন দিনে সিরাজগঞ্জের চৌহালী, বেলকুচি, নাটোরের লালপুর, বাগাতিপাড়া ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে বামজোট মনোনীত কোদাল মার্কার প্রার্থী যথাক্রমে আব্দুন নূর, আনছার আলী দুলাল, ছামিউল আলম রাশু’র নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে অংশগ্রহণ করেন। তিনি আজ সিলেটের জৈন্তাপুর-গোয়াইন ঘাটের পার্টির কোদাল মার্কার প্রার্থী অধ্যাপক মনোজ কুমার সেন ও ২১ ডিসেম্বর কুলাউড়ায় পার্টির আরেক প্রার্থী প্রশান্ত দেব ছানার কোদাল প্রতীকের পক্ষে গণসংযোগ ও সমাবেশে অংশগ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়