শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েব ফিল্ম ‘মন মন্দিরে’নাবিলা ও মনোজ

আবু সুফিয়ান রতন : দ্বিতীয়বারের মতো জুটি হয়ে বায়োস্কোপ অরিজিনাল ওয়েব ফিল্মে দেখা যাবে নাবিলা ও মনোজকে। প্রেম, ধর্মীয় ক্রাইসিসে সেই প্রেমে আসা ঝড় ও তা সামলে উঠার গল্পে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এই ফিল্মটির নাম ‘মন মন্দিরে’।

গেল ১৭ ও ১৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা ও কাওলাতে চিত্রায়ণ হয়েছে ওয়েব ফিল্মটি। এতে অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, ‘দুটি ছেলে মেয়ের প্রেম নিয়ে গল্প। যেখানে ধর্মীয় প্রতিবন্ধকার শিকার হয় তারা। বেশ গোছানো একটি ইমোশনাল গল্প। কাজটি করে ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘এর আগেও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় কাজ করেছি। তার নির্মাণে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আর সহশিল্পী হিসেবে মনোজও আমার পরিচিত। তার সাথে ‘কথা হবে তো’ নাটকে কাজ করেছিলাম। নাটকটি খুব ভালো হয়েছিলো। আশা করছি ‘মন মন্দিরে’ও ভালো লাগবে দর্শকের।’

মনোজ বলেন, ‘গল্প, নির্মাণ ও সহশিল্পী সবই আসলে আমার জন্য খুবই সাচ্ছন্দ্যের। কাজটি করেছি উৎসাহ নিয়ে। ভালো ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি।’

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলে, ওয়েব ফিল্ম ‘মন মন্দিরে’ শিগগিরই প্রকাশ হবে গ্রামীণফোনের বায়োস্কোপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়