শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্ট বলের ধোঁকা থেকে বের হতে চায় টাইগাররা

নিজস্ব প্রতিবেদক : বারবার শুধু একই ভুল করে টাইগাররা। একটু শর্টে বল আসলেই উইকেটগুলো আত্মহুতি দিয়ে প্যাভিলিয়নে ফেরে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও দেখা গেছে একই চিত্র। তবে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শর্ট বলের ধোঁকায় আর পড়তে চায় না টাইগাররা। এমনটাই জানিয়েছেন সৌম্য সরকার।

প্রথম টি-টোয়েন্টির আগে বা পরে এবং দ্বিতীয় ম্যাচের আগেও সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি টাইগার দলনায়ক সাকিব আল হাসানকে। প্রথম ম্যাচের আগে পায়ের চোট। অনুশীলনের মাঝপথেই ফেরা ড্রেসিং রুমে। দ্বিতীয় ম্যাচের আগের দিন জ্বর। অনুশীলন শুরুর আগেই মাঠ থেকে ফেরার পথে। ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ভাবনা জানা গেল না এবারও। তবে দলের প্রতিনিধি হয়ে এসে সৌম্য সরকার জানিয়ে গেলেন দলের মনোভাব, শর্ট বল নিয়ে কোনো অস্বস্তির হাওয়া নেই ড্রেসিং রুমে।

টাইগারদের কথা জানতে গেলেই আসছে শর্ট বলের আলোচনাও। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানসহ পাঁচ উইকেট ওয়েস্ট ইন্ডিজ নিয়েছিল শর্ট বলে। উইকেট খুব গতিময় বা পেস সহায়ক ছিল না। তবু কাজে লেগেছে ক্যারিবিয়ানদের পরিকল্পনা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও যে কৌশল পাল্টাবে না, সেটি অনুমান করা যায় অনায়াসেই।

প্রথম ম্যাচের পরে শর্ট বল খেলার ব্যবচ্ছেদ করেছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। বলেছিলেন, শর্ট বলে ভড়কে গিয়ে নয়, বরং পাল্টা জবাব দিতে গিয়েই গড়বড় করেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ম্যাচের আগে সেই একই কথার প্রতিধ্বনি সৌম্যর কণ্ঠে।

‘চিন্তার কিছু নেই। ওরা শর্ট বল করেছিল, আমরা তাড়াহুড়ো করতে গিয়ে ব্যর্থ হয়েছি। এটা সাহসের ব্যাপার যে শর্ট বলেও জোরে মারতে গিয়েছি। পিছিয়ে আউট হলে হয়তো বলা যেত যে ভয়ে আউট হয়েছি। যদি বুদ্ধি খাটিয়ে, আরেকটু চালাক হয়ে প্লেস করার চেষ্টা করে খেলতাম, তাহলে ভালো হতো।’

‘শর্ট বল খেলা আসলে সাহসের ব্যাপার। আর টি-টোয়েন্টিতে শর্ট বলে শট খেলতেই হবে। নইলে স্কোরিংয়ের একটি অপশন কমে যাবে। আমরা শর্ট বলে অনেক উন্নতিও করেছি। শেষ কয়েক ম্যাচে আমরা শর্ট বলে তেমন আউট হইনি। আমাদের কন্ডিশনে বেশিরভাগ সময় স্পিন খেলি, হুট করে একজন গতিময় বোলারকে খেলতে গেলে শুরুতে একটু সমস্যা হতেই পারে। সেটিই আমাদের মানিয়ে নিতে হবে। ভয়ের কিছু নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়